নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । এই ব্লগে কি কোনও সন্তান নেই ?
বেশ কিছুটা অবাক হয়ে এই লেখাটি রি-পোষ্ট করলাম । অবাক এই কারনে যে, এর শিরোনাম "বেলাশেষের দিনগুলি .....( প্রতিটি সন্তানের অবশ্যই পড়া উচিৎ )" হলেও তেমন কেউই এটা পড়েননি । বোঝা গেল এটা লোকজন তেমন টানতে পারেনি ।
আমি লোক নয় "সন্তানদের" টানতে চেযেছি ।
যেদিন এটি প্রথম ব্লগে দিয়েছি সেদিন সব মিলিয়ে প্রায় নয়শত ব্লগার ছিলেন সামু ব্লগে সবাই কারো না কারো সন্তান অবশ্যই । কিন্তু পোষ্টটি পড়ার মতো "সন্তান" এর দেখা মিলেছে গত ক'দিনে সব মিলিয়ে মাত্র সোয়া'শত । এদের কেউ মন্তব্য করেছেন, তার সামু ব্লগের জীবনে এটাই "শ্রেষ্ঠ পোষ্ট" বলে , কেউ বলেছেন "এটি প্রত্যেকেরই শুধু পড়া নয়, মেনে চলা উচিৎ..." । ইত্যাদি ।
একটা ভালো ( ক্ষমা চাইছি, এটি আমার লেখা বলে "ভালো" মন্তব্য করার জন্যে ) লেখায় পাঠক সাড়া দেবেন না এই দুঃখবোধ থেকেই রি-পোষ্টের দুঃসাহস দেখালাম কারন জীবনের শেষবেলায় এরকম পরিস্থিতিতে পড়তে পারেন আপনিও ................ আর আপনি যার সন্তান তাকে যেন এরকম অবস্থার শিকার না হতে হয় ...............
সময় ফুরিয়ে আসবে দ্রুত ।
জীবনের যা কিছু অর্জন, পিছে পড়ে রইবে ........... শুধু থেকে যাবে নির্জন, নিরব একাকী প্রহর ।
ধাবমান মহাকাল তার কঠিন থাবা মেলে একদিন যে বেলাশেষের পাড়ানীর ঘাটে নিয়ে যাবে আমাকে-আপনাকে , তা আর কতোদুর ..............কেমন .......... কোনখানে !!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।