আমাদের কথা খুঁজে নিন

   

বেলাশেষের কথকতা



বেলাশেষে এসেছি হেথায় মিলেছি কুঁড়ির দলে কি বলি আর কি ভাবি যাবো তা' আমি বলে। দিনশুরু তো হয়ই প্রভাতে সাঁঝে হয় দিনশেষ জীবন সে তো থেমে থাকে না চলে সে অনিমেষ। মনে হয় এযে আকাশের কোন ক্ষয়ে যাওয়া তারা যত আলো ছিল হয়নি দেয়া নিভে সব আজ সারা। পাখীর মতো কলকাকলী জীবনে কতই না ছিল কালের বাতাস সেসব সুর অজানায় কেড়ে নিল। চলার পথে ফুলের সুবাস, পাখীর ডাকের তান ভাল করে শোনা হয়নিকো কভু ছিল যে পিছুটান।

গুনগুন সুরে আওয়াজ তুলে হয়নিকো গান গাওয়া পায়ের নুপুরের ছন্দে তালে হয়নি কোথাও যাওয়া। এটা নয়, ওটা নয়, এভাবে যাবে না এসব করা বাবা যদি দিয়েছে এগিয়ে, মায়ের শাসন কড়া। কৌতুহলী চোখ দুটোকে রাখো নেকাবেতে ঢেকে কি জানি কখন চলে যায় তা কোথায় এঁকেবেঁকে। বাবা চে্য়েছে দুদন্ডের শান্তি মেয়েটি এখানে পাক মা চেয়েছেন অভ্যাস যেন তার থাকে ঠিকঠাক। কোন কথাতেই মাথা না তুলে খেদমতে মন রবে জীবন হবে বড় সুন্দর, আখেরাত ও কামাই হবে।

নীরবে থেকেছি, ঢুকেছি আরেক নতুন সংসারে এখানে কত না মুক্তি দেখেছি নিয়মের বেড়াজালে। কার মনের কথা কে বা শোনে সময় বা কোথায় চুপিসারে তাই লিখে যাই হেথা নীরবে নিরালায়। ধৈর্য ধরে সহ্য করে, দরদী অনেক নিয়েছেন মেনে হাজার মনের ভিড়ে এ মন লেখে যে আপন জেনে। নীরব থেকে ভাব ও ভাষার হয়নি তেমন বিকাশ যেমন পারি তাই করি যে হেথা লিখে লিখে প্রকাশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।