আমাদের কথা খুঁজে নিন

   

বেলাশেষের রক্তজবা

জলের অহং

বেলাশেষের রক্তজবা রাতভর বৃষ্টি মেঘেদের গায়ে ধূসর জামা তোমার অবয়বে নিবিষ্ট শঙ্খচিলডানা শিথানের পাশে গুটিসুটি জোনাকতারা--- তুমি আমাকে একটি জবাফুলের কথা বলেছিলে... নিঝুমবনের বুক চিরে যে নদী চলে গেছে আমি তার নাম জানি না তুমিওতো তাকে ভুল নামে ডাকো ! স্বচ্ছ কাচের দেয়াল ভেঙে তুলে আনো প্রভাতকুসুম তরী... সেদিনও বেলাশেষে তুমি একটি রক্তজবার কথা বলেছিলে; নোনাজলে ফুটবে কি সেই জবাফুল ? ভাসাবে কি তরী রক্তপ্লাবনে? নিষ্ঠুর হে ! প্রবোধ দিও না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।