আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যহত নেতারা

ন্যায়ের প্রতিবাদ অনেকে দেখি মৃত দুই নেতাকে গালি দিয়া মজা পাই। বিশেষ করে আজকের এই দিন এ তো বর্তমান দুই নেত্রিকে তো গালি দিচ্ছেই সাথে তাদের জামাই বা বাবাও ছার পাচ্ছে না। উনারা যা করার করেছে। দেশ কে তুলছে আবার দেশ কে ডুবাইসে। দুজনই স্বাধীনতাই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।

স্বাধীনতার ঘোষনা দেওয়া যেমন দরকার তেমনি যুদ্ধের সময় মাঠ পরিছালনাও দরকার। যুদ্ধের সময় মাথাই যেমন ছায়া দরকার তা মুজিব দিয়েছেন তেমনি যুদ্ধের ময়দানে বেতারের মাধ্যমে এবং ঠিক মত পরিচালনা করাও দরকার যা জিয়া করেছেন। ভাই দুই নেতা কে গালি দিয়া লাভ নাই। তারা তো এখন নাই। তবে এটা ঠিক যারাই দেশ টাকে উন্নতি করার চেষ্টা করেছে তাদের মরতে হয়েছে।

কিছু না কিছু খারাপ কাজ দুইজন ই করেছে। তবে ভালও করেছে। দুই নেতাই মরেছে গুলি খেয়ে। তাই বলে কি তারা খুবই খারাপ মানুষ ছিলেন। তাদের নাম করে এখন এমন অনেক মানুষ আছে যারা তাদের মন থেকে শ্রদ্ধা করে।

দেশের অলিতে গলিতে এখন হাজার মানুষ আছে যারা এখন তাদের ভালবাসে। তাদের এই ভালবাসা ত মেকি না। দুজনেই মরেছে কারন তাদের মাধ্যমে দেশ র উন্নতির শুরু হচ্ছিল। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে উঠার আগেই তাদের শেষ করে দেওয়া হই। আমাদের জাতীয় চার নেতার কথা ভুলে গেলে চলবে না।

তারাও দেশটাকে উন্নতির দিকে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাদেরও মেরে ফেলা হল। তাও আবার জেলের ভিতর। ১৭৫৭ সালে যেমন বিশ্বাসঘাতক ছিল, ১৯৪৭ সালেও ছিল, ১৯৭১ সালে ছিল এবং এখনঅ আছে। যারা সবসময় দেশের , দেশের মানুষের এবং দেশের মহান নেতাদের বদনাম করেছে এবং করবে।

আমাদের সেইসব নেতাদের ছেলে মেয়ে বা বউ রা যেমন দেশের জন্য কোনো উপকারে আশে নাই এবং তাদের ছেলে মেয়েরাও কন উপকারে আসবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।