আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা বাংলাদেশ ক্রিকেটকে ঢ়েলে সাজাই!!!!গুডলাক বাংলাদেশ।।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নদী হওরের 56 হাজার বর্গমাইলের ছোট্র একখানি দেশ মানচিত্রের বুকে ঠাই পেয়েছে সে হল প্রিয় জন্ম ভূমি আমাদের বাংলাদেশ। ক্রিকেট এদেশের মানুষের আশা আখাংকার প্রতিচ্ছবি, যেখানে রাষ্ট্র,জাতি,বর্ন নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে চলে আসে। জিম্বাবুয়েতে বাংলার টাইগাররা উপহার দিল আরেকটি লজ্জাজনক হতাশা!!!! ক্রিকেট প্রেমিদের হতাশার আগুনে ঘি ঢ়েলে দিল টাইগাররা!!!!!!!!!!!আমাদের ক্রিকেট এর কোন বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কি? টপ অর্ডার ব্যাটসম্যানরা যেখানে অসহায়, সব ডিপার্টমেন্টে ব্যার্থতার প্রতিচ্ছবি এ আমাদের গৈারবের ক্রিকেট????????বিশ্বকাপে চুড়ান্ত বিপর্যস্ত পুরো বাংলাদেশ, সে আবার নতুর কি?এতো আমাদের সেই ব্যাটিং ব্যার্থতা???সে ব্যর্থতার বৃত্তথেকে বেরিয়ে আসতে পারবে কি বাংলাদেশ??? হয়তো পারবে কিন্তু প্রয়োজন কিছু পরিবর্তনের???? আসুন আমরা চেষ্টা করি কি কি পরিবর্তন করলে আমাদের ক্রিকেটের উন্নতি করা সম্ভব!!!! আমি কিছু পরিবর্তনের সুপারিশ করছি। আপনারও এর সাথে যোগ করতে পারেন,আশা করি আপনারা আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত দিয়ে আমার লেখাকে পূর্ণাঙ্গরুপ দিবেন। 1)প্রথমে দরকার একজন ভাল অধিনায়ক, যিনি সব খেলোয়ার কে একই সুতায় গাঁথতে পারবেন,যেখানে দলীয় পারফমেনসিই প্রাধান্য পাবে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়ারকে একই সুতায় গাঁথার ক্ষেত্রে, আমাদের সম্ভবনাময় তরুন অধিনায়ক সাকিব কতটা সফল? কতটা দায়িত্বশীল? 2) এই সময়ে প্রয়োজন ঘোরোয়া ক্রিকেট কে আন্তর্জতিক মান করন, ঘোরোয়া ক্রিকেট থেকে শুধুমাত্র ভাল পারফমেনস এর ভিত্তিতে জাতীয় দলে খেলার সুযোগ করেদিতে হবে। 3) ঘোরোয়া ক্রিকেটের উইকেট ব্যাটিং সহায়ক ও বাউন্সি উইকেট করতে হবে, যেখানে ভালগুন সম্পন্ন ফাস্ট বলারদের ভাল করার সুযোগ থাকবে। 4) সিনিয়র ক্রিকেটার বলে, এবং তার অতীত পারফমেনস ভাল বলে দলে রেখে বোঝা বাড়ানোর দরকার আছে ‍কি?????????? 5)ক্রিকেটিয় রাজনীতি বন্ধ করতে হবে। । অধিনায়কের অমুককে পছন্দ, অমুককে নয় এটা বন্ধ করতে হবে।

6) ব্যাকআপ খেলোয়ার রাখতে হবে, অমুককে রাখতেই হবে এরকম চাপ বন্ধ করতে হবে। 7)ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি, কোচ এদেরকে রাজনৈতিক চাপমুক্ত ও স্বাধীনভাবে কাজকরার সুযোগ দিতে হবে। 8) কোচের উচিৎ সকল খেলোয়ার কে সমান দৃষ্টিতে দেখা। কোচ এবং খেলোয়ারদের জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। 9)বর্তমান পারফমেনসকে 100% প্রাধান্য দিতে হবে।

আশাকরি এসবের দক্ষতা সৃজনশীলতা দিয়ে একদিন স্বপ্নের বাংলাদেশ টিম গড়ে উঠবে, বিশ্বজয় সেতো অধরা নয়। জেগে উঠো বাংলাদেশ,তোমাদের জন্য রইলো শুভকামনা ও ভালআসা। । । ।

। । । । ।

। । । । ।

। জৈনিক একজন ক্রিকেট প্রেমিক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.