পথ হারা পাখি.........পথ খুজছি...... আজ আমার খুব কাছের এক বন্ধু শিশু একাডেমির সামনে থেকে মোটরসাইকেল আরোহী ছিনতাই কারির কাছে তার মূল্যবান কাগজ, মোবাইল, টাকা, ঈদ এর বাজার সব হারিয়েছে। গত এক বছরে আমার ৫ম পরিচিতজন যিনি আমাদের প্রিয় ক্যাম্পাস এ (৩ জন মোটরসাইকেল আরোহী এবং ২ জন প্রাইভেট কার) ছিনতাই এর মাধ্যমে সব হারালেন। অপরিচিত দের কথা তো জানিই না । আমাদের প্রিয়, পবিত্র ক্যাম্পাস এ এই সকল কুলাঙ্গার, বেজন্মা, কুত্তা গুলো আসলো কোথা থেকে !!?? পুলিশ গুলো কি গল্প করার জন্য দোয়েল চত্বর আর VC এর বাড়ির সামনে থাকেন?? ৫ জনের দুজন ঢাবি ছাত্র !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।