উপরে ছবিতে যা দেখছেন সেটা যুক্তরাস্ট্রের মিনেসোটা অংগরাজ্যের এক জায়গার ছোট একটা রুম বা কামরা। এটা বিশেষ ভাবে নির্মিত রুম যা ৯৯% শব্দকে প্রতিরোধ করে, অর্থাৎ বাইরের কোন শব্দ এখানে ঢুকতে পারবেনা! মজার ব্যাপার হলো আমাদের শরীর ও মন শব্দ শুনতে অভ্যস্ত, শব্দ শোনার জন্য সেটা টিউনড। সুতরাং ঐ রুমে আপনি কিছুক্ষন থাকলে আপনি নিজের হার্টবিটের শব্দ, ফুসফুসের ফোস ফাস শব্দ, পাকস্হলির ভুটুর ভাটুর শব্দ সবই শুনতে পারবেন। সেখানে আপনি নিজেই একটা শব্দ হয়ে পড়বেন। যেহেতু এত নিস্তব্ধতায় আপনার শরীর অভস্ত নয়, সেজন্য শরীরের ভারসাম্য বা ব্যালান্স রক্ষার জন্য আপনার বসবার জন্য একটা চেয়ার দরকার হবে। হ্যাঁ আপনি দাড়িয়ে থাকতে পারবেননা! সবচাইতে বিপদজনক হলো ঐ রুমে ৪৫ মিনিট থাকলে আপনি শ্রেফ পাগল হয়ে যাবেন! ৪৫ মিনিটে উন্মাদ! থাক যাবার দরকার নেই, কি বলেন? সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।