যখন যা ভাল লাগে তাই, নির্ভাবনার জীবন চাই না। চ্যালেঞ্জ ভাললাগে। তারেক মাসুদের মৃত্যুতে গভীর শোক নিবেদন করেই শুরু করছি। আমি একটা গবেষনার মত শুরু করছি। বিষয়ঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ফায়ার-আর্মস ও নানান মিলিটারি instrument।
সেটা বাংলাদেশীদের, পাকিস্তানিদের বা ভারতের যেকোন পক্ষের হতে পারে। এমনকি USA ও রাশিয়া বা চীনের এক্ষেত্রে গলানো নাক নিয়ে হতে পারে। এমন কোন রেফারেন্স জানা আছে যাতে এ সম্পর্কে বিস্তারিত পাব? সেটা সরাসরি আর্মস নিয়ে না হলেও চলবে। তবে এটা প্রাধান্য পেতে হবে।
একটা উদাহরন দেইঃ
যেমন পাকিস্তানিরা ১৯৭১ এ সাধারনত কি ধরনের ট্যাঙ্ক, পিস্তল, রাইফেল etc ব্যবহার করত? এসব ব্যাপার জানতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।