বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility গুগল বা ইউটিউব পেইজ অপেন করলেই এই
404 Not Found
nginx
আসে ।
সমাধান কি ???
........
আমি মজিলা, ক্রোম ও অপেরা ব্যবহার করেছি তিনটার একই সমস্যা ।
ইন্টারনেট কানেকশন ঠিক আছে । বাকি পেইজ লোড হয় ।
ম্যালওয়েরবাইট, এন্টিভাইরাস, পিসি বুস্টার দিয়ে চেক করিয়েছি ।
কিন্তু সবই ঠিক আছে ।
ইংরেজী ফোরাম গুলোতে ডিএনএস এর সমস্যা উল্লেখ করল ।
ব্লগে টেকী ব্লগাররা একটু সাহায্য করুন ।
----- কেউ যখন সাহায্য করলনা তখন নিজে নিজেই সমাধান খুজতে লাগলাম ।
Click This Link. (যদি কখনো উইন্ডোজে ভুয়া এন্টিভাইরাস থাকে তাহলে এই লিংক থেকে ঐসবগুলির রিমুভ করার পদ্ধতি জানা যাবে, যদিও বিশেষ কয়েকটা দেওয়া মাত্র, এগুলে সিস্টেম ফাইলকে স্লো করে ফেলে)
Click This Link (এখানে মজিলাতে কোন পেইজ লোড না হবার টেকনিকাল কারণ গুলি সলভ করেছে, যদিও পরিবর্ত করে ৪০৪ এরর ঠিক করতে পারি নাই, কিন্তু কাজে লাগতে পারে পরে)
Click This Link (কম্বফিক্স দিয়ে পিসি রেজি: চেক করা হয়েছে, যা অনেক ঝামেলা ঠিক করেছে , এটা চালু রাখলে কম্পিউটার মাউস নড়াচড়া করা যাবেনা বা অন্য কোন প্রোগ্রাম চালানো যাবে না ।
) combofix combofix combofix
উপরের সমস্যা সমাধান হয়েছে তার মাধ্যমে । ধন্যবাদ ইংরেজী ফোরামকে কম্বফিক্স এর মাধ্যমে ৪০৪ এরর সলভ করতে পেরেছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।