আমি মুভি দেখতে খুব ভালবাসি। চেষ্টা করি যেন কোন ভাল মুভি বাদ না পডে। তবে আমি সব ক্যাটাগরির মুভি দেখতে পারি না এবং আমি মনে করি এটা আমার খুব একটি বড সীমাবদ্ধতা । যেমন আমি হরর মুভি দেখি না। ফলে অনেক ভাল হরর মুভি মুভি আমার দেখা বাদ রয়েছে।
তেমনি আমি ওয়ার মুভি দেখতে ভালবাসি। সব ধরনের যুদ্ধের মুভিই আমি দেখি । বেশি ভাল লাগে সেকেন্ড ওয়াল্ড ওয়ারের মুভিগুলো।
আই এম ডিবি, সামু থেকে সাজেস্ট করা প্রায় সব ওয়ার মুভিই আমার দেখা হয়েছে। বেশ কিছু ওয়ার মুভি কালেকশানেও আছে।
। কিন্তু যতগুলো দেখেছি তার মাঝে সবচেয়ে ভাল লেগেছে "সেভিং প্রাইভেট রায়ান"। জানি না কি এমন আকর্ষন আছে মুভি টার মাঝে যার টানে বারবার মুভি টা দেখতে ইচ্ছা করে।
আমার মনে হয় এই মুভি ভাল লাগেনি এমন লোক খুজে পাওয়া যাবে না । এই মুভি ভাল লাগার পেছনে আমি কিছু কারন খুজে পেয়েছি।
বলতে পারেন সেগুলো শেয়ার করার জন্যই লিখা । আমি জানি মুভি টি যেই দেখেছে সেই কারন গুলো খুজে পাবে।
১। ছবিতে প্রধান চরিত্রে যে অভিনয় করেছেন তিনি হলেন টম হ্যাংস। যার মত অভিনেতা আমার মনে হয় বিরল।
আমি তার যতগুলো মুভি দেখেছি তাতে আমার কাছে খুব ভাল লেগেছে। যদিও আমি অভিনয় বিশ্লষন করতে পারি না। তার পরও আমার মনে হয়েছে তিনি খুবই ভাল অভিনয় করেন।
তাকে ঘিরেই মুভিটি এগিয়ে গিয়েছে। ক্যাপ্টেন মিলার নাম নিয়ে লোকটি মুভিতে অসাধারন অভিনয় করেছেন।
মুভিতে যুদ্ধকালীন মনের অবস্থা প্রকাশ পায়। সৈনিকদের সামনে শক্ত থাকলেও তার মাঝে যে কোমল হদয় আছে তা প্রকাশ পায় যখন দেখি সে সবার আডালে গিয়ে কাদতে থাকে।
মুভির প্রতিটি জায়গায় তার অসাধারন অভিনয় দেখা যায়। পাওয়া যায় বাস্তবতার ছোয়া।
২।
ছবিতে আরো যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ও অসাধারন হয়েছে। আমি জানি না তারা ১৯৯৮ এ বিখ্যাত ছিলেন কিনা । কিন্তু অবাক করা বিষয় হল তারা এখন সবাই খুব নামকরা অভিনেতা। তাই তাদের অভিনয় ছিল প্রশ্নাতীত। মুভিতে সবাই কে একসাথে দেখে খুব ভাল লাগে।
মুভিটি সফল হবার পেছনে তাদের অনেক বেশি অবদান। বিশেষ করে স্নাইপার ব্যারি পিপার এবং সার্জেন্ট টম সিজমোর অসাধারন অভিনয় করেছেন। ভাল অভিনয় করেছেন "আপহাম" মানে ঐ ক্যাপ্টেন মিলার এর দলের দোভাষী।
৩। এবার আলোকপাত করা যাক মুভিটির প্লট নিয়ে।
যে গল্প নিয়ে মুভিটি বানানো হয়েছে তার কোন তুলনা হয় না। যে কারো আবেগ কে মুভিটি নাডা দিতে পারে। আমি এমন কোন কাহিনীর মুভি দেখিনি। যদিও আমি খুব বেশি মুভি দেখেছি বলে দাবি করব না। সত্যি এমন কাহিনী বিরল।
শুরু থেকে শেষ পর্যন্ত একট টানা দেখতে কোন প্রকার বোরিং লাগবে না।
৪। জানি না পুরো মুভি দেখার সময় কেমন যেন আবেগ কাজ করে। প্রতিটি মূর্হতে কাজ করে। এটা কি অভিনেতা দের গুন নাকি কাহিনী তা বলতে পারি না।
আর যে কথাটি না বললেই না হয় তা হল রায়ানের মার জন্য খুব খারাপ লাগে। "জেমস রায়ান চলে আসলে এতটা ক্ষতি হত না" যখন ভাবি তখন আবার মনে হয় ঐ মূর্হতে হয়ত দায়িত্ব ছিল সব চেয়ে বড। আবার হয়ত সে চলে আসলে মুভিটা আর এমন হত হত না ।
৬। মুভিটির শুরুর পার্টে যে যুদ্ধ দেখানো হয়েছে তা অসাধারন।
ব্লগেই পডেছিলাম এর মাধ্যমে নাকি পরিচালক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন এবং এর পরের কাহিনী হল আবেগ আর ভালবাসার।
৫। সবার শেষে বলব পরিচালক স্পিলবার্গের কথা। তার সম্পর্কে কি বলব। জানি না তিনি ওয়ার মুভি একটাই করেছে কিনা ।
শিন্ডালার লিস্ট এবং সেভিং প্রাইভেট রায়ান মুভি করেই অনেকগুলো পুরস্কার পাওয়া পরিচালক জিনিয়াস ছাডা আর কি। তার নির্মান শৈলী অসাধারন।
ক্যাপ্টেন মিলার মারা যাবার আগে যখন রায়ান কে বলে "জেমস আর্ন ইট " তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পডে।
সত্যি এই মুভির জন্য কোনোদিন আমার ভালবাসার অভাব হবে না।
যদিও জানি সবাই মুভিটা দেখেছেন।
তবুও মুভিটির ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
Mediafire:
http://www.mediafire.com/?zcxgpp5pzl7d1nh
http://www.mediafire.com/?fsp6g5hicznr46t
http://www.mediafire.com/?k7wklnmx2ewqixq
http://www.mediafire.com/?totyan963qjkpqh
http://www.mediafire.com/?lkl51wtboxe6f51
http://www.mediafire.com/?41eu08ygmyab0vn
http://www.mediafire.com/?sl2uc33l8e58mp6
http://www.mediafire.com/?7z06egnlph2p4zd
http://www.mediafire.com/?nv82b52h3654s1n
Fileserve:
http://www.fileserve.com/file/ygJgv2e
http://www.fileserve.com/file/mHYWDN5
http://www.fileserve.com/file/PE6C9hq
http://www.fileserve.com/file/bVSCgKR
http://www.fileserve.com/file/XVvfxz4
http://www.fileserve.com/file/SCWzW3f
http://www.fileserve.com/file/qxGtB4g
http://www.fileserve.com/file/4xpwQXD
http://www.fileserve.com/file/7c7aNzS
Megaupload:
http://www.megaupload.com/?d=YOBMNMF8
http://www.megaupload.com/?d=FCTHDKU6
http://www.megaupload.com/?d=HFYU1K1O
http://www.megaupload.com/?d=AT613WZD
http://www.megaupload.com/?d=S0XV5Q7B
http://www.megaupload.com/?d=B7CR5L3M
http://www.megaupload.com/?d=BJKJ4P9V
http://www.megaupload.com/?d=2O48O0RK
http://www.megaupload.com/?d=N2CT09EC
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।