আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তম, আজ তোমার হৃদয় কুঠুরিতে আঘাত করছে কোন এক কাঠঠোকরা

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** প্রিয়তম, আজ তোমার হৃদয় কুঠুরিতে আঘাত করছে কোন এক কাঠঠোকরা নাকি ও হাতুড়ি পিটচ্ছে কোন এক রক্তিম মুহূর্ত আজ দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ,হীরক দেশের মত অস্থির লেলিন আর আকবরের আগে যেমন ছিল, ধোঁয়াতে রাজ্যময় চারিদিকে হতাশা আর ক্ষোভ,সাধারণের উপর চলছে নির্মম কশাঘাত এখন যে কোন সময় কোন এক দুর্যোগ ঘটে যেতে পারে আমাদের ভালবাসাটি হয়ত চাপা পড়ে যাবে হাজার বছর পর তুমি আমি আবার গাঙচিল হয়ে উড়ে বেড়াব আর আমাদের দেখে কোন অস্থির জুটি একে অপরের উপর আস্থা ফিরে পাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।