গান শুধু গান !!!
প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভুমি
প্রিয়তম স্বদেশ। ।
তুমি ভয় পেয়োনা মাগো
তুমি ভয় পেয়োনা। ।
আমরা জেগে আছি
এই ধূসর রাত্রিতে
তোমাকেই এনে দেবো
পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন
প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভুমি
প্রিয়তম স্বদেশ।
।
স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি
অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে এনেছি। ।
ওরা দু-পায়ে দলে গেছে মৃত্যুর ভয়
ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয়। ।
স্বাধীনতা চেয়ে ওরা বেঁধেছিলো জীবনের রাখি বন্ধন
তুমি ভয় পেয়োনা মাগো
তুমি ভয় পেয়োনা। ।
আমরা জেগে আছি।
তোমার বুকের মমতায় কেঁদে উঠে মাগো একদিন
দারূণ ক্রোধে, জ্বলে উঠেছিলো অগ্নি শিশু
বীর ক্ষুদিরাম, ক্ষুদিরাম, ক্ষুদিরাম
সূর্যসেনের পথচিহ্ন দেখে হেটে গেলো অমিত তেজে
রফিফ, সালাম, বরকত
আরো কত নাম, আরো কত নাম, আরো কত নাম
ওরা চেতনায় দীপ্ত সাহসী মশাল
ওরা চেয়েছিলো জীবনের সোনালী সকাল। ।
দুঃশাসনের বুকে বজ্র হেনে
ওরা গেয়েছিলো গান
তুমি ভয় পেয়োনা মাগো
তুমি ভয় পেয়োনা। ।
আমরা জেগে আছি
এই ধূসর রাত্রিতে
তোমাকেই এনে দেবো
পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন
প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভুমি
প্রিয়তম স্বদেশ। ।
মাহমুদুজ্জামান বাবুর "চোখ ভেসে যাই জলে" এলব্যামের সুন্দর এই গানটি আশাকরি সবার ভালো লাগবে।
এই এলব্যামের অন্যান্য গানগুলোও সুন্দর।
ডাউনলোড লিঙ্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।