আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তম শার্ট

ওরা দিনের আধারে ঘুমায় ওরা রাতের আলোতে হাটে, ইটের দেয়ালে মাথা রেখে ওরা হৃদয় খুলে হাসে । ওরা ভালোবাসা বিলিয়ে যায় ,ওরা কষ্ট লুকিয়ে বাচে ।

কাঁটাতারের বেড়ায় লেগে ছিঁড়ে গেলো প্রিয়তম শার্ট ।

পৃথিবীতে সবাই কত দিবস পালন করে

বুকপকেটে কত ব্যাজ ধারন করে

প্রিয়তম শার্টের বুক পকেটেই

সেদিন ধারন করেছিলাম প্রিয়তম হলুদ পৃথিবী

প্রিয়তম নীল অপরাজিতা

অথচ কি অদ্ভুত, শার্টের ছেড়া অংশ শেষে তুমিই দেখিয়ে দিলে

সমাধান নেই বলে ছেড়া শার্ট ফেলে দিতে বললে

বিনিদ্র গ্লুকোজ মিশ্রিত ঘাম আর অজস্র নীরব স্মৃতির শার্ট কিভাবে
ফেলে দেই ?

মেরামত চলছে

একপ্রকার অন্ধকার মেরামত

হলুদ আর নীল সুতা ধার করেছি আকাশ, সমুদ্র আর রাস্তার হলুদ
ল্যাম্পপোস্টের কাছে

একদিন শেষরাতে সেলাই শেষ হবে


সকালে প্রিয়তম শার্ট পরে আবার নিয়মিত হবো




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।