আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীর প্রশংসা করুন !!!!!!

"কারণ আপনার স্ত্রী তো কিছু করে না...???" একজন স্বামী অভিযোগ করেন যে তিনি খুব ক্লান্ত...খুব খুব ক্লান্ত...এবং তিনি চান যে তার স্ত্রীও যেন সংসারে টাকা উপার্জনে তাকে সাহায্য করেন, কারণ তিনি মনে করেন যে তার স্ত্রী তো 'কোন কাজ করে না'। এখানে সেই স্বামী ও জনৈক মনোবিজ্ঞানীর (ম) প্রশ্নোত্তর তুলে ধরা হলঃ মঃ আপনি কি কাজ করেন? স্বামীঃ আমি একটি ব্যাংকে চাকরী করি। মঃ আপনার স্ত্রী কি করেন? স্বামীঃ সে কোন কাজ করে না। সে একজন গৃহিণী। মঃ আপনার পরিবারের সকালের নাস্তা কে তৈরি করে দেয়? স্বামীঃ আমার স্ত্রীই করে, কারণ সে তো কাজ করে না।

মঃ তিনি সকালে কখন ওঠেন নাস্তার ব্যাবস্থা করার জন্য? স্বামীঃ সে সকাল ৫ টায় ওঠে; কারণ নাস্তা বানানোর আগে সে নামাজ পরে ঘর পরিষ্কার করে। মঃ আপনার সন্তানেরা স্কুলে যায় কিভাবে? স্বামীঃ আমার স্ত্রী নিয়ে যায়, কারন ওকে তো কাজে যেতে হয় না। মঃ সন্তানদের স্কুলে দিয়ে তারপর সে কি করে? স্বামীঃ তারপর সে বাজারে যায়, বাসায় যেয়ে রান্না করে আর কাপড় ধোয়; জানেনই তো, ও কাজে যায় না। মঃ সন্ধ্যায় কাজ শেষে অফিস থেকে ফিরে আপনি কি করেন? স্বামীঃ বিশ্রাম নিই, কারণ সারাদিনের পরিশ্রমে আমি ভীষণ ক্লান্ত থাকি। মঃ আপনার স্ত্রী তখন কি করেন? স্বামীঃ সে রাতের খাবার তৈরি করে, বাচ্চাদের খাওয়ায়, আমাকে খাবার সাজিয়ে দেয়, বাসনপত্র ধোয়, ঘর গুছিয়ে বাচ্চাদের ঘুম পারায়।

উপরের গল্পটি থেকে কি মনে হয় আপনাদের, কে বেশী কাজ করেন? আপনার স্ত্রী কাজ শুরু হয় ভোর থেকে, শেষ হয় গভীর রাতে। তবুও তাকে বলা হয় তিনি 'কিছু করেন না। ' হ্যাঁ, গৃহিণীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগে না, উচ্চ পদ ও তাদের থাকে না, কিন্তু তাদের ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রীর প্রশংসা করুন। কারণ তার ত্যাগ তিতিক্ষা অগণিত।

আমাদের একে অপরের ভূমিকার প্রয়োজনীয়তা বোঝার এবং তার মর্যাদা দেওয়া উচিৎ; কারণ তা উভয়কেই সুখী হতে সাহায্য করবে। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, ‘রাসুলুল্লাহ (সাঃ) যখন বাসায় থাকতেন তখন কি করতেন? তিনি বললেনঃ “তিনি গৃহস্থলীর কাজকর্মে সাহায্য করতেন এবং যখন নামাযের সময় হত তখন নামাযের জন্য বেরিয়ে যেতেন। ” [সহীহ বুখারী ৬৭৬] সুবহানাল্লাহ!! এটাই হচ্ছে আমাদের নাবী (সাঃ) এর আদর্শ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.