আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি মজার জোক্‌স

নিজেকে আরো জানতে চাই স্বামী: তুমি কি ভেবেছো? আমি কি গাধা!!? স্ত্রী: এতে ভাবাভাবির তো কিছু দেখি না! 2. স্ত্রীঃ তোমার বন্ধু যাকে বিয়ে করতে যাচ্ছে সে মেয়েটা কঠিন দজ্জাল। তাকে বারন করো। স্বামীঃ কেন বারন করবো? সে কি আমার সময় বারন করেছিল? 3. মাতাল : কিরে, তোর আব্বা কই? ভাতিজা : আব্বাকে কী দরকার? মাতাল : এই তালগাছটা চাইতে এলাম। এটা দিয়ে একটা হাতের লাঠি বানাতাম। ভাতিজা : এই গাছটা আব্বা মেছওয়াক করার জন্য রেখে দিয়েছে।

4. ১ম বন্ধু : কিরে! এই সামান্য আঘাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে! ২য় বন্ধু : ব্যথা সেরে গেছে ঠিকই, কিন' ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য। ১ম বন্ধু : কারণটা কী? ২য় বন্ধু : না, মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল ‘আবার দেখা হবে’! 5. মালিক : আচ্ছা, দোকানে যে পচা ঘি ছিল সেটা কে কিনেছে? কর্মচারী : সফিক সাহেব। মালিক : পচা আটা, পচা ডিম আর মেয়াদোত্তীর্ণ নকল সেমাই? কর্মচারী : সেগুলিও সফিক সাহেবই নিয়েছেন। মালিক : এ্যাঁ!! কর্মচারী : কেন! কী হয়েছে? মালিক : তুই করেছিস কী? আরে, আজ তো সফিক সাহেবের বাসাতেই আমার দাওয়াত!! 6. -তা তোমার বাবা কী করেন? -ফার্নিচার বিক্রি করেন? -বাহ্‌, খুব ভালো। তা বিক্রি-টিক্রি হয়? -হয় না মানে! ঘরের খাট ছাড়া সব বিক্রি হয়ে গেছেস্বামী: তুমি কি ভেবেছো? আমি কি গাধা!!? স্ত্রী: এতে ভাবাভাবির তো কিছু দেখি না! 2. স্ত্রীঃ তোমার বন্ধু যাকে বিয়ে করতে যাচ্ছে সে মেয়েটা কঠিন দজ্জাল।

তাকে বারন করো। স্বামীঃ কেন বারন করবো? সে কি আমার সময় বারন করেছিল? 3. মাতাল : কিরে, তোর আব্বা কই? ভাতিজা : আব্বাকে কী দরকার? মাতাল : এই তালগাছটা চাইতে এলাম। এটা দিয়ে একটা হাতের লাঠি বানাতাম। ভাতিজা : এই গাছটা আব্বা মেছওয়াক করার জন্য রেখে দিয়েছে। 4. ১ম বন্ধু : কিরে! এই সামান্য আঘাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে! ২য় বন্ধু : ব্যথা সেরে গেছে ঠিকই, কিন' ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য।

১ম বন্ধু : কারণটা কী? ২য় বন্ধু : না, মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল ‘আবার দেখা হবে’! 5. মালিক : আচ্ছা, দোকানে যে পচা ঘি ছিল সেটা কে কিনেছে? কর্মচারী : সফিক সাহেব। মালিক : পচা আটা, পচা ডিম আর মেয়াদোত্তীর্ণ নকল সেমাই? কর্মচারী : সেগুলিও সফিক সাহেবই নিয়েছেন। মালিক : এ্যাঁ!! কর্মচারী : কেন! কী হয়েছে? মালিক : তুই করেছিস কী? আরে, আজ তো সফিক সাহেবের বাসাতেই আমার দাওয়াত!! 6. -তা তোমার বাবা কী করেন? -ফার্নিচার বিক্রি করেন? -বাহ্‌, খুব ভালো। তা বিক্রি-টিক্রি হয়? -হয় না মানে! ঘরের খাট ছাড়া সব বিক্রি হয়ে গেছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।