নিন্ম মধ্যবর্তি মেঘের মতন। বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন সুন্দর।
হারিয়ে যাওয়া বিকেল অথবা,
চাঁদের মতন চাঁদ।
একটি লেজবিহীন ঘুড়ি এবং কয়েকটি বাতাস।
এবং আমি এবং তুমি।
কিছু এলোমেলো পা, হাটি হাটি।
ধুলোর মোড়কে ধূসর পথ।
শিশিরে গোলানো ঘাঁসফড়িং ডানা।
একটি হাতের জানালায়,
অন্য আরেকটি আঙ্গুল।
তুমি ছোয়া আমি, আমি ছোয়া তুমি।
কবি, কবিতা অস্পষ্ট আবৃতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।