আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে। সারা জীবন অন্যদুনিয়ায় খুব দাঙ্গা-হাঙ্গামা বাদিয়েছ। নিরাপরাধ নারী-পুরুষ, নিষ্সাপ শিশুগুলোকে পশুপাখির মত যারা গুলি করে মেরেছ। অবুঝ সন্তানের রক্তাক্ত লাশ বাবার কোলে রাস্তায় হাটতে থাকা। কিশোর ফিলিস্থিনিদের ইসরাইলের সেনাবাহিনির উলঙ্গ রাইফেলের গুলি থেকে বাঁচার মিথ্যা আশায় মায়ের শরীরের পিছনে লুকিয়ে থাকার ছবি সারা বিশ্ব দেখেছে।
লাদেনের নাম বেচে আফগান সন্তানদের রাস্তার কুকুরের বাচ্চার মত মারা হয়েছে। এক সাদ্দামের দোহায় দিয়ে পৃথিবীর বিখ্যাত শহর বাগদাদকে আজ ভুতুরে শহর বানিয়েছে। ইরানকে আগুন লাগানোর ধান্দায় ব্যাস্ত এখোনো। এবার তাদের নিজেদের শহর জ্বলছে তাই বলতে ইচ্ছা করছে: দেখো এবার কেমন লাগে। নিজেদের শহর,নিজেদের দোকান,বাসা-বাড়ি যখন পুড়ছে-দাঙ্গ-হাঙ্গামা সহ চুরেরা চুরি করায় ব্যস্ত।
৯/১০ বছরের বাচ্চা যখন দোকান থেকে মদের বতল লোট করে দেৌড়াচ্ছে তখন আবারো বলতে ইচ্ছা করছে: তোমরা গনতন্তের দোহায় দিয়া অনদের দেশে শান্তির জন্য সেনা পাঠাও অথচ তোমাদের নিজেদের ঘড়েরই আজ এই অবস্থা???
জ্বালাও পোড়াও- আমরা অবশ্যই পছন্দ করি না - শুধুই মাত্র আমাদের কষ্টটা আজ তোমারাও পাচ্ছ তাই একটু স্থতি পাচ্ছি এই ভেবে যে, হয়ত এবার একটু বুঝবে অন্যদের শহরে আগুন জ্বালালে, লুট-তরাস করলে কেমন লাগে তা এবার একটু তোমরা বুঝ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।