" ভ্রমণ করলে মন বড় হয় । আমরা আমাদের মনটাকে আকাশের মত বিশাল, পাহাড়ের মত উচুঁ , সমুদ্রের মত গভীর করে ভালবাসবো । আর সহযোগীতার হাত বাড়িয়ে দিবো । শুভ কামনা করবো সবার আনন্দময়, নিরাপদ ভ্রমণের । "
ভারতীয় ভিসা নেবার নিয়মাবলী :-
পুরো বিষয়টি বাস্তব অভিঞ্জতা থেকে ।
ভিসা দেয়া না দেয়া পুরোটা নির্ভর করে হাইকমিশন কতৃপক্ষের উপর ।
বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী আর চট্রগ্রামে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যায় । ঢাকাতে মতিঝিল আর গুলশানে আবেদন পত্র জমা নেয় ।
প্রথমে লিংকে প্রবশে করুন । এরপর আবেদন পত্র সঠিক নিয়মে পূরন করুন ।
(এই লিংক মাঝে মাঝে কাজ করে না । ভিতরে ঢুকতে হয় । )
১। আবেদনের তারিখে পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তার বেশি থাকতে হবে । সঠিক নিয়মে ফর্ম পূরন করতে হবে ।
আপনার ফর্ম পূরনের সময় একটি তারিখ জানতে চাইবে আপনি কবে ভিসা ফর্ম জমা দিবেন । আপনার সুবিধা মত তারিখ নির্বাচন করুন ।
২। ছবির মাপ ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি হতে হবে, বেশী পুরানো হলে চলবে না। বর্তমান চোহারা ফুটে উঠতে হবে !
২।
ব্যাংক থেকে ২০০ ডলার কিংবা তার বেশী পাসপোর্ট এ এন্ডোস করা থাকতে হবে। সাথে সার্টিফিকেট নিতে ভুলবেন না । যদি ডলার এন্ডোস না করেন তবে আপনার গত তিন মাসের ব্যাংক এস্টেটম্যান্ট জমা দিতে হবে। ব্যাংকে কমপক্ষে ২০০০০/= ( বিশ হাজার টাকা ) সমাপনী ব্যালেন্স রেখে ষ্ট্যাটমেন্ট জমা দিবে ।
৩।
নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যশনাল আইডি কার্ডের ফটোকপি নিবেন । যদি স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের আইডি থাকে তাও ফটোকপি জমা দিবেন । (একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে । )
৪।
আপনি কি করেন তা প্রমানের জন্য যে কোন সার্টিফিকেট নিবেন (ব্যবসা হলে আপনার ট্রেড লাইসন্সের ফটোকপি কিংবা চাকুরী করলে যথাযত পক্ষের থেকে লেটার নিতে হবে। উভয়ক্ষেত্রে ভিজিটিং কার্ড নিবেন) । অফিস থেকে ছুটি মঞ্জুরের অনুমতিপত্র ও জমা দিতে হবে ।
৫। কমিশনার বা চেয়ারম্যানের সনদপত্র হলে চলবে ।
যে বাড়ির ঠিকানা আপনার পার্সপোটে উল্লেখ করা আছে সেই বাড়ির বিদ্যুৎ, পানি, ফোন, গ্যাস বিলের ফটোকপি জমা দিন । একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে ।
৬। ট্যুরিষ্ট ভিসা তিন মাসের জন্য প্রদান করা হয় ।
এটার মেয়াদ কোন ভাবেই বাড়ানো যায় না ।
৭। চিকিৎসা সংক্রান্ত ভিসার জন্য যেতে হলে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, এপয়েন্টম্যান ডেট, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে । চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ বাড়ানো যায় ।
৮।
অফিসিয়াল আমন্ত্রন পেলে সেই আমন্ত্রন পত্রে কপি জমা দিতে হবে ।
৯। ট্রানজিট ভিসার ক্ষেত্রে নেপাল বা ভুটানের ভিসা আগে নেয়াটা ভাল । সে ক্ষেত্রে আপনি ৭২ (বাহাওর ঘন্টা) ভারতে অবস্থানের সুযোগ পাবেন ।
১০।
ভিসা প্রসেসিং ফি-৪০০/= ( চারশত টাকা মাত্র )
১১। ভিসা ফর্ম জমা নেয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা ( সময় পরির্বতন করা হয় )
১২। পার্সপোট ফেরত দেয়ার সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (সময় পরির্বতন করা হয় )
১৩। ভিসা সেন্টারে ফোন ব্যবহার নিষেধ । ভিসা সেন্টারে বড় কোন ব্যাগ সাথে রাখা যাবে না ।
কমপক্ষে বিশ দিন আগে ভিসার জন্য আবেদন করা ভাল ।
বাংলাদেশীদের যেই যেই ক্যাটাগরিতে ভারতীয় ভিসা দেয়া হয় br />
১. বিজনেস ভিসা
২. সিঙ্গেল এন্টি ভিসা
৩. সিঙ্গেল এন্টি ট্র্যানজিট ভিসা
৪. ডাবল এন্টি ট্র্যানজিট ভিসা
৫. মেডিক্যাল / মেডিক্যাল এটেডডেন্ট
৬. সাংবাদিক
৭. ষ্টুডেন্ট
৮. রির্সাচ ভিসা
৯. কনফারেন্স
১০. এম্পমেন্ট ভিসা
১১. ট্রেনিং
এই ঠিকানা গুলোতে ভিসা ফর্ম জমা নেয়া হয় ।
This Are Indian Visa Application Center ( IVAC) in Bangladesh
1. IVAC, Gulshan. Dhaka
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email:
Website: http://www.ivacbd.com
2. IVAC, Motijil .Dhaka
State Bank of India
Shadharon Bima Bhaban, 24-25, Dilkusha C/A,
Tel: +88-02-9553371, 9554251
Fax: +88-02-9563991
Email:
Website: http://www.ivacbd.com
3. IVAC, Chittagong
State Bank of India
2111, Zakir Hossain Road, Habib Lane, Opposite Holy Crescent Hospital, Chittaghong
Tel : 00-88 -031-2551100
Fax: 00-88-031-2524492
E-mail :
Website : http://www.ivacbd.com
4. IVAC, Sylhet
State Bank of India
Rahim Tower, Subhanighat Biswa Road,
Sylhet 3100, Bangladesh.
Tel: 00-88-0821 - 719273
Fax: 00-88-0821-719932
E-mail:
Website : http://www.ivacbd.com
5. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail:
নিচের ঠিকানা গুলো হাইকমিশনের অফিস । এখনে ভিসা ফর্ম জমা নেয়া হয় না ।
This Are Office of High Commission of India, Bangladesh :
1. High Commission of India,Dhaka
“ Lake View ”
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email:
Website: http://www.ivacbd.com
2. Asst. High Commission of India, Chittagong
Postal Address: Habib Lane, 2111, Zakir Hossain Road, Khulshi, Chittagong.
E-mail:
Website: http://www.ahcictg.net
Telephone no.: 0088-031-654201, 654148
Fax no.: 0088-031-654147
3. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail:
আমাদের ভুল থাকতে পারে ।
প্রয়োজনে এডিট করা হবে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
এই পোষ্ট দেবার অনুপ্রেরনা -
ভালবাসার বিনিময়ে আমরা ট্যুর প্লান করে দেই । কোন প্রকার টাকা পয়সা ছাড়া । তবে যাবার আগে হুট করে না বলে সময় নিয়ে বলা ভাল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।