...আমিতো প্রেম আর মৃত্যুর অধিক জীবনহীনতা করি যাপন... পায়ের তলে খেলা করে মিশরীয় মেঘ। তোমাদের সরল অনুভূতি- পৌঁছেনি অতদূর। মাথায় যখন ভর করে সিন্দাবাদের ভূত কেন্দ্রে থেকে নিজেকে ভগবান মনে হয় সহজ-সরল কথাগুলো অনেক পেঁচিয়ে বলার অভ্যেস যাদের, তারা বুদ্ধিজীবী; আমরা কি আর বুঝি অতসব মিথ্যের ধোঁয়াজাল! আমরাতো বিশ্বাসী। কেবল বিশ্বাস করি সবকিছু চোখ বুজেঁ তোমাকেই ভাবি, প্রার্থনা করি ... বিশ্বাস করি। প্রচন্ড বিশ্বাসী আমরা মসজিদে গোল হয়ে বসে ক্ল্যাসিক্যাল সুরে শুনি রূপকথার বাণী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।