আমাদের কথা খুঁজে নিন

   

কলাবাগানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কলাবাগান থানার এসআই রফিকুল ইসলাম জানান, ওই এলাকার বিসিআই ইঞ্জিনিয়াররিং ইনস্টিটিউটের ছাত্ররা সোমবার সকালে কলাবাগন মাঠের উল্টো দিকে ওভার ব্রিজের নিচে জড়ো হয়ে মানববন্ধন করে।
এরপর বেলা ১২টার দিকে তারা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
তবে ছাত্রদের এই কর্মসূচিতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে এসআই রফিকুল জানান।
তিনি বলেন, “তারা আমাদের কথা দিয়েছেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করবেন। ”
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।


বিসিআই ইঞ্জিনিয়াররিং ইনস্টিটিউটের টেলি কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল আকন্দ সেতু বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুই দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ”
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মো. সাকিব বলেন, “আমরা শুনেছি, শিক্ষামন্ত্রী এ বিষয়ে বৈঠক করবেন। তবে তাতে দাবি পূরণ না হলে আমরা রাস্তা ছাড়ব না। ”
ডিপ্লোমা প্রকৌশলীদের পদন্নোতির কোটা ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে গত তিনদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


সোমবার সকাল থেকে রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট ও বগুড়াতেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ভাংচুর চালায়।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.