আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবান - রুমা - বগালেক - কেওক্রাডং - জাদিপাই

i want to know about our country কেওকারাডং থেকে সন্ধ্যা ৬ টায় যখন রওনা িদলাম তখন বৃষ্টি হচ্ছিল। যত নিচে নামছিলাম ততই বৃষ্টি বারছিল। দারজিলিং পাড়া যখন অাসলাম তখন প্রচন্ড বৃষ্টি নামল। দারজিলিং পাড়ায় wait করলাম ২ ঘন্টা। রাত ৯ টায় দারজিলিং পাড়া থেকে হালকা বৃষ্টির মধ্যে ট্রাকিং করা শুরু করলাম বগালেক এর উদ্দেশ্যে।

গাইড সহ আমরা ৩ জন। রতে বৃষ্টির মধ্যে ট্রাকিং এর মজাই আলাদা। সাথে একিট টচ লাইট। কেওকারাডং থেকে দারজিলিং পাড়া আসার সময় গাইড আসার খেল ১ বার আর আসলাম আসার খেল ২ বার। দারজিলিং পাড়া থেকে বগালেক ট্রাকিং এর সময় যে ঝিরি গুলি আছে সেগুলি বৃষ্টির সময় কি যে ভয়ানক আকার ধারন করে তা কল্পনা ও করা যায় না।

এত পানি আর পানির যে তীব্রতা সচক্ষে না দেখলে বুঝা যাবে না। আর জোক যখন ধরে একসাথে ৪ থেকে ৫ টা। সত্যি ট্রাকিং করাটা ছিল কষ্টের-আবার রোমাঞ্চকর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।