আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ছাড়াই নির্দিষ্ট সময়ে সাটডাউন।

কম্পিউটার কেমন আছেন সবাই? আজ আপনাদের কাছে দারুন একটা টিপস শেয়ার করছি। আশাকরি আপনাদের ভাল লাগবে। মনেকরুন আপনি আপনার কম্পিউটারটিকে নির্দিষ্ট সময়ে সাটডাউন করতে চান। কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় সফটওয়্যার নেই! তবে এই কাজটি কোন সফটওয়্যার ছাড়াই করতে পারেন!!! ধরুন আপনি আপনার কম্পিউটারকে ৫ মিনিট পর সাটডাউন করতে চান, তাহলে ৫ মিনিটরে সময় হল ৩০০ সেকেণ্ড। এক্ষেত্রে প্রথমে Start Menu থেকে Run এ ক্লিক করুন।

তারপর টাইপ করুন Shutdown.exe -s -t- 300 এবং OK করুন। আপনি যদি ৫ মিনিটের পরিবরতে অন্য কোন সময় কম্পিউটার বন্ধ করতে চান তাহলে সেই সময়কে সেকেণ্ডে প্রকাশ করুন এবং ৩০০ জায়গায় তা টাইপ করুন। আপনার কম্পিউটার নিদ্রিষ্ট সময়ে সাটডাউন হবে। আর যদি আপনি এই টাইমার বন্ধ করতে চান তাহলে Start Menu থেকে Run এ গিয়ে Click করুন তারপর Shutdown.exe -a। তার পর OK।

আরেক ভাবে করতে পারেন তাহলো, ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করেন। new>shortcut ক্লিক করেন। type your location বক্সে Shutdown.exe -s -t- 300 টাইপ করুন। তারপর next>Finish. ডেস্কটপের শর্টকাট আসবে। ডাবল ক্লিক করলে টাইম কাউন্ডাউন সুরু হবে।

আশা করি সকলে করতে পারবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.