আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা কিছুক্ষণ আগে টিভিতে কে হবেন কোটিপতি দেখছিলাম। উপস্হাপক আসাদুজ্জামান নূর একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, "পৃথিবীর দ্রুততম স্হলচর প্রাণী কোনটি ?" যার সঠিক উত্তর জানালেন চিতাবাঘ। সঠিক উত্তর জানাবার পর চিতাবাঘ সম্পর্কে আরো কিছু তথ্য দিলেন, যেমন তারা ঘন্টায় ৭০ মাইল বেগে দৌড়াতে পারে ইত্যাদি।
আমি যতদূর জানি এখানে একটা ছোট্ট ভুল আছে।
যেই প্রাণীটি সম্পর্কে এই তথ্যগুলো দিলেন সেটা হচ্ছে চিতা, যার ইংরেজি নাম Cheetah। আর চিতাবাঘ একটা আলাদা প্রাণী, যার ইংরেজি নাম Leopard.
এটা হচ্ছে চিতা
আর এটা হচ্ছে চিতাবাঘ।
পায়ের দিকে তাকালেই পার্থক্যটা বুঝতে পারবেন। চিতার পাগুলো অনেক লম্বা, যে কারনে তারা এত দ্রুত দৌড়াতে পারে। অন্যদিকে চিতাবাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছোবাঘ এর মত; রয়েল বেঙ্গল টাইগার এর ছোট সাইজ ও বলতে পারেন।
ঢাকা চিড়িয়াখানায় চিতার বড় খাঁচা আছে। চিতাবাঘ আছে কিনা নিশ্চিত নই, থাকলে ছোট কোন খাঁচায়।
চিতা এখন শুধু আফ্রিকাতেই পাওয়া যায়। আর চিতাবাঘ ভারতের জলপাইগুড়ির জন্গল, আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্গলেও বোধহয় পাওয়া যায়।
চিতাবাঘ হচ্ছে বিড়াল গোত্রের, অন্যদিকে চিতা সম্ভবত কুকুর গোত্রীয় (এ ব্যাপারে নিশ্চিত নই)।
চিতা খুবই সুন্দর আর শান্তশিষ্ট, যে কারণে পোষ মানানো যায়। আর চিতা শিকার করে দিনের বেলা, কিন্তু চিতাবাঘ শিকার করে রাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।