পড়ছি বেশি, লিখছি কম...
ডলি সায়ন্তনির একটা গান শুনেছিলাম ছোটবেলায়। ‘চিন্তার চেয়ে চিতার আগুন ভালো’। অনেককিছুই বুঝতাম না তখন। চিতার আগুন আবার কি জিনিস! বড়রা বুঝিয়ে দিয়েছিল চিতা কি। তখন ধারণা হয়েছিল এইটা বুঝি হিন্দুদের গান।
মুসলমানদের তো আর চিতার আগুনে জ্বলতে হয় না। কত সহজেই হিন্দু মুসলমান ভাগ করে ফেলতাম তখন। হয়তো কঠিন জিনিসগুলোকে অন্যদের ঘাড়ে ফেলাটা খুব সহজ ছিল তখন। এখন সেই দিন আর নাই। বড় হয়েছি।
এখন বুঝি এই চিতার আগুন জাত ধর্ম নির্বিশেষে মানুষকে পোড়ায়। ইদানিং এ আগুনে আমি জ্বলে পুড়ে খাঁক হচ্ছি অহর্ণিশ। চামড়া পোড়া গন্ধ ভেসে আসে নাকে মাঝে মাঝে। আগুনের তাপ যতটা যন্ত্রনাদায়ক তারচেয়ে বেশি যন্ত্রনা হচ্ছে গন্ধে। উৎকট গন্ধে কেমন একটা ঘৃণার অনুভূতি জাগে।
নিজের উপর ঘৃণা- চারপাশের উপর ঘৃণা।
...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।