আমাদের কথা খুঁজে নিন

   

জেমস বন্ড সিনেমাগুলো দেখত সিআইএ

সম্প্রতি পাওয়া কিছু নথি থেকে জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের প্রাক্তন পরিচালক অ্যালেন ডালাস, ০০৭ চরিত্রের স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের বই থেকে ধারণা নিয়েছিলেন। এমনকি জেমস বন্ড সিনেমায় প্রদর্শিত অনেক গ্যাজেটসও সিআইএ নিজেদের জন্য তৈরি করেছিল। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিআইএর ইমেজ গঠনেও বন্ড সিনেমা এবং বইয়ের সাহায্য নেওয়া হয়েছিল।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের গবেষকদলের বেশকিছু চিঠি এবং ইন্টারভিউ থেকে জানা গেছে, সিআইএতে ডালাসের মেয়াদকালে বন্ড সিনেমা ‘গোল্ডফিঙ্গার’ এবং ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ থেকে অপরাধী শনাক্ত করার অনুপ্রেরণা পেয়েছিল সিআইএ। তবে সিআইএ পরিচালককে ফ্লেমিং বলেছিলেন, তার সংস্থাটি স্পেশাল ডিভাইস নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে না।
ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের অধ্যাপক ক্রিস্টোফার মরান এ প্রসঙ্গে জানিয়েছেন, বেশ অনেকটা সময়ের জন্য জেমস বন্ডের বইগুলো সিআইএর প্রকাশ্য ভাবমূর্তি তৈরি করেছিল এবং সংস্থাটি এ সুযোগের সদ্ব্যবহার করেছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।