আমাদের কথা খুঁজে নিন

   

চাপাবাজ

অল্পের জন্য রক্ষা প্রেমিক প্রেমিকার চরম ঝগড়া হওয়ার পর দুজন বাড়ি চলে গেল| কিছুক্ষণ পর প্রেমিকের দেয়া SMS……. ১৫ মিনিট পরঃ স্যরি ৩০ মিনিট পরঃ প্লীজ, স্যরি ১ ঘণ্টা পরঃ জান খালি একবার কথা বল!! ১.৩০ মিনিট পরঃ প্লীজ এত রাগ করেনা জান!!! …২ ঘণ্টা পরঃ আমি সত্যি সরি জান, আমার সাথে কথা না আমি আত্মহত্যা করব! ৩ ঘন্টা পর প্রেমিক যখন SMS টাইপ করছিল…..”যা ভাগ, তোর মত একশ মাইয়া আমার পিছে ঘুরে, তুই মর গিয়া!!! ঠিক তখনই সে একটা SMS পেল প্রেমিকার কাছ থেকে: “মোবাইল এ ব্যালেন্স ছিলনা তাই রিপ্লাই দিতে পারি নাই!!” প্রেমিকের রিপ্লাই : উপস!!! ঠিক আছে জান, আই লাভ ইউ!!! চাপাবাজ একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি, সাউথ আফ্রিকান আর ইন্ডিয়ান গল্প করছে। আলোচনার বিষয়বস্তু ক্রিকেট। ইন্ডিয়ান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল, স্টাইকার এন্ডে ছিল শচীন। বোলার বল করল, শচীন সেটা থার্ডম্যানের দিকে ঠেলে দিয়ে ৩ রান নিল, ফিল্ডার সেটা ছুড়ল নন-স্টাইকার এন্ডে। ওভার থ্রো তে শচিন আরও তিন রান নিয়ে নিল।

এবার ফিল্ডার সাবধান হয়ে সেটা ছুঁড়ে দিল উইকেট কিপারের দিকে, উইকেট কিপার ধরতে পারল না আর বলটা চলে গেল বাউন্ডারির ওপারে ফলে চার রান। ৩+৩+৪ =১০ আমরা জিতে গেলাম। সাউথ আফ্রিকান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো তোমরা চেন। তার গায়ে মারাত্মক জোর।

সে এমন জোরে মারল জে বল স্টেডিয়াম পার হয়ে কয়েক শ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোন উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম। বাংলাদেশি: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল।

আমাদের আশরাফুলকে তো তোমরা চেন, সে সেইরকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুইটুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্যটুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম।

আমরা জিতে গেলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।