পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক
কিছুদিন আগে দুজন বিদেশী আমাদের দেশে বেড়াতে এসে বিমান বন্দর থেকে একটি ট্যাক্সিতে উঠল। একজন ছিল আমেরিকান অন্যজন রাশিয়ান। দুজনেই খুব চাপাবাজ, বিদেশ ঘুরতে এসে নিজের দেশকে নিয়ে দুজন কথা বলা শুরু করল।
আমেরিকান - 'জানো আমাদের ইঞ্জিনিয়াররা কত উন্নত আর বুদ্ধিমান, আমাদের সবচেয়ে উচু বিল্ডিং আম্পায়ার এষ্টেট তারা মাত্র একমাসে তৈরী করেছে....'
রাশান - 'এ আর কি আমাদের ইঞ্জিনিয়াররা আরো জিনিয়াস, তারা আমাদের রাজপ্রসাদটি মাত্র ১৫ দিনে তৈরী করেছে...'
এমনসময় গাড়িটা ঢাকার ২৪তলা ভবনের সামনে দিয়ে যাচ্ছিল, আমেরিকান লোকটা ড্রাইভারকে জিজ্ঞাসা করল - 'এটা কোন বিল্ডিং ?'
ড্রাইভার বলল - 'জানি না'
রাশান - 'কেন তুমি এদেশে বাস করো না ?'
ড্রাইভার - 'করি কিন্তু গতকালতো এখানে কিছু ছিল না, ফাঁকা মাঠে আমি গাড়ি পার্ক করেছিলাম আর আজ দেখছি এতবড় বিল্ডিং, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কথা আর বলবেন না, এরা রাতারাতিই বিল্ডিং তৈরী করতে পারে...............................'
***********************************************************
***********************************************************
দুজন পর্যটক বাংলাদেশে এসেছে, একজন আমেরিকান অন্যজন জাপানি। এরা দুজনও চাপাবাজ। একদিন হোটেল লবিতে বসে গল্প করছিল....
আমেরিকান - 'জানো আমাদের দেশের বিমানগুলো আকাশ ছুড়ে চলে'
জাপানী - ' আকাশ ছুয়ে ? সেটা কিভাবে সম্ভব, উপরেতো সব বায়বীয় ছোয়ার মত কিছু আছে নাকি ?'
আমেরিকান - 'না মানে, একেবারে আকাশ ছুয়ে না, আকাশের ঠিক একহাত নিচে দিয়ে চলে...."
জাপানি - ' তাই বল, এর আর এমন কি ? আমাদের দেশের জাহাজগুলোতো পানির উপর দিয়ে চলে.............'
আমেরিকান - 'পানির উপর দিয়ে চললে প্রপেলার ঘোরে কোথায় ?'
জাপানী - 'এই আর কি, প্রপেলার ঘোরার জন্য একহাত নিচে দিয়ে চলে....'
এমন তারা খেতে বসল এবং খাবার প্রচন্ড ঝাল হওয়ায় তারা ওয়েটারকে জিজ্ঞাসা করল- 'এতো ঝাল ? তোমাদের দেশের লোকগুলো খায় কেমন করে ?'
ওয়েটার - 'জি স্যার, নাক দিয়ে।'
দুজনেরই চোখ কপালে উঠে গেল - ' নাক দিয়ে ? তাও এমন ঝাল ?'
ওয়েটার - 'জি স্যার, নাক দিয়ে ঠিক না, নাকের এক ইঞ্চি নিচে দিয়ে'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।