নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি। এবারের ২০১১-১২ মওসুমের বার্কলেইস প্রিমিয়ারলীগ শুরু হচ্ছে ১৩ই আগস্ট থেকে। । পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই লীগের ২০ টি দলের অতীত বর্তমান সম্পর্কে আসুন জেনে নিই খুব সংক্ষেপেঃ
১. আর্সেনালঃ
ম্যানেজারঃ আর্সেন ওয়েঙ্গার ( ১৯৯৬ থেকে )
স্টেডিয়ামঃ এমিরেটস স্টেডিয়াম (ধারণ ক্ষমতাঃ ৬০০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ চতুর্থ ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৯৫ (২০ বার বিপিএল)
শিরোপাঃ ১৩ (৩ বার বি পি এল)
শেষ শিরোপাঃ ২০০৩-০৪ ।
রাইভাল দলঃ টটেনহ্যাম , চেলসি, ম্যান ইউনাইটেড । ।
কি প্লেয়ারঃ রবিন ফন পার্সি, নাসরী, সেস্ক ফেব্রিগাস । ।
২. এস্টন ভিলাঃ
ম্যানেজারঃ এলেক্স ম্যাক্লিশ (২০১১ থেকে)
স্টেডিয়ামঃ ভিলা পার্ক (ধারন ক্ষমতাঃ ৫১০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ নবম ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ১০১ (২০ বার বিপিএল)
শিরোপাঃ ৩ বার ।
শেষ শিরোপাঃ ১৯৮০-৮১ ।
রাইভাল দলঃ বার্মিঙ্গহ্যাম সিটি, ওয়েস্ট ব্রম উইচ আলবিয়ন। ।
কি প্লেয়ারঃ গ্যাব্রিয়েল আগবনলাহর,ড্যারেন বেন্ট।
।
৩. ব্লাকবার্ন রোভার্স
ম্যানেজারঃ স্টিভ কিন (২০১০ থেকে)
স্টেডিয়ামঃ ই-উড পার্ক ( ধারন ক্ষমতাঃ ৩১৫০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ১৫ তম।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৭২ (১৮ বার বিপিএল)
শিরোপাঃ ৩ (বিপিএল ১ বার)
শেষ শিরোপাঃ ১৯৯৪-৯৫
রাইভাল দলঃ বার্নলী, বোল্টন ওয়ান্ডারার্স । ।
কি প্লেয়ারঃ ক্রিস্টেফার সাম্বা, মাইকেল সোলগাডো ।
।
৪. বোল্টন ওয়ান্ডারার্স
ম্যানেজারঃ ওয়েন কোয়েল ( ২০১০ থেকে)
স্টেডিয়ামঃ রিবোক স্টেডিয়াম (ধারন ক্ষমতাঃ ২৮০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ১৪ তমো ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৭৩ (১৩ বার বিপিএল এ )
শিরোপাঃ শূন্য (০০)
শেষ শিরোপাঃ –
রাইভাল দলঃ ব্লাকবার্ন রোভার্স ।
কি প্লেয়ারঃ গ্যারী কেহীল, পউল রবিনসন । ।
৫. চেলসি
ম্যানেজারঃ আন্দ্রে ভিলাস বস (২০১১ থেকে)
স্টেডিয়ামঃ স্টামফোর্ড ব্রিজ (ধারন ক্ষমতাঃ ৪২০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ২য় ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৭৭ (২০ বার বিপিএল এ )
শিরোপাঃ ৪ (৩ বার বিপিএল এ)
শেষ শিরোপাঃ ২০০৯-১০
রাইভাল দলঃ আর্সেনাল,টটেনহ্যাম, ম্যান ইউনাইটেড, কুইন্স পার্ক রেঞ্জার্স।
কি প্লেয়ারঃ ফার্নান্দো টোরেস, জন টেরী, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ার দ্রগবা। ।
৬. এভারটন
ম্যানেজারঃ ডেভিড ময়েজ (২০০২ থেকে)
স্টেডিয়ামঃ গুডিসন পার্ক (ধারন ক্ষমতাঃ ৪০০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ৭ম ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ১০৯ (২০ বার বিপিএল এ )
শিরোপাঃ ৯ বার ( ০ বার বিপিএল)
শেষ শিরোপাঃ ১৯৮৬-৮৭
রাইভাল দলঃ লিভারপুল।
কি প্লেয়ারঃ লেইটন বেইনস,ফিল নেভিল,টিম কেহীল । ।
৭.ফুলহাম
ম্যানেজারঃ মার্টিন জোল (২০১১ থেকে)
স্টেডিয়ামঃ ক্রেভন কটেজ (ধারন ক্ষমতাঃ ২৬০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ৮ম ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ২৩ (১১ বার বিপিএল এ )
শিরোপাঃ ০০
শেষ শিরোপাঃ-
রাইভাল দলঃ চেলসি,ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
কি প্লেয়ারঃ ক্লিন্ট ডেম্পসী,মার্ক সোয়ার্জার । ।
৮.লিভারপুল
ম্যানেজারঃ কেনি ডাগলিশ (২০১১ থেকে)
স্টেডিয়ামঃ এন ফিল্ড (ধারন ক্ষমতাঃ ৪৫০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ৬ষ্ঠ ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৯৭ (২০ বার বিপিএল এ )
শিরোপাঃ ১৮ (০০ বার বিপিএল এ)
শেষ শিরোপাঃ ১৯৮৯-৯০
রাইভাল দলঃ এভারটন,ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
কি প্লেয়ারঃ এলেক্স সুয়ারেজ,স্টিভেন জেরার্ড,পেপে রেইনা ।
।
৯. ম্যাঞ্চেস্টার সিটি
ম্যানেজারঃ রবার্তো ম্যানচিনি (২০০৯ থেকে)
স্টেডিয়ামঃ সিটি অফ ম্যাঞ্চেস্টার স্টেডিয়াম (ধারন ক্ষমতাঃ ৪৮০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ৩য় ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৮৩ বার (১৫ বার বিপিএল এ )
শিরোপাঃ ২ বার (০০ বার বিপিএল এ)
শেষ শিরোপাঃ ১৯৬৭-৬৮
রাইভাল দলঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
কি প্লেয়ারঃ কার্লোস তেভেজ, সার্জিয় আগুইরো,ডেভিড সিলভা। ।
১০. ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ম্যানেজারঃ স্যার এলেক্স ফার্গুসন (১৯৮৬ থেকে)
স্টেডিয়ামঃ ওল্ড ট্রাফোর্ড (ধারন ক্ষমতাঃ ৭৬০০০)
২০১০-১১ মওসুমে অবস্থানঃ ১ম (চ্যাম্পিয়ন) ।
প্রথম বিভাগে মোট মওসুমঃ ৮৭ বার (২০ বার বিপিএল এ )
শিরোপাঃ রেকোর্ড ১৯ বার (১২ বার বিপিএল এ)
শেষ শিরোপাঃ ২০১০-১১
রাইভাল দলঃ লিভারপুল,ম্যাঞ্চেস্টার সিটি,চেলসি,আর্সেনাল,লীডস ইউনাইটেড। ।
কি প্লেয়ারঃ ওইয়েইন রুনি,রায়ান গিগস,দিমিতার বার্বাটভ,নিমানজা ভিদিচ । ।
বি.দ্রঃ সব তথ্য উইকিপিডিয়া থেকে নেওয়া । ।
পরবর্তী পর্বে থাকছে শেষ ১০ টি দল। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।