Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society ধন্যবাদ মন্ত্রী সাহেব আপনার মুল্যবান মন্তব্যর জন্য। আপনে খুব সহজ ভাবে অস্থির বাজারকে সস্থির করার একটা সহজ উপায় বাতলে দিলেন, কিন্ত অনেকের মন্তব্য পরে মনে হোল সবাই এটাকে তাচ্ছিল্য ভাবে গ্রহন করছে। এই সহজ পন্থায় বাজার নিয়ন্ত্রন করার চিন্তা কেন হোল আপনার ? কারন হিসাবে আমরা সাধারন মানুষরা বুঝি, বাজার আপনাদের নিয়ন্ত্রনে না, আপনারা বাজারের নিয়ন্ত্রনে ??? সত্যিই যদি জনগন আজকে পরিমিত বাজার করে, বা বয়কট করে( তেল ছাড়াও রান্না করা যায়/ মিষ্টি যদি না খায়), বাজার অবশ্যshই নিয়ন্ত্রনে আসবে। কিন্ত তখন আর এক সমস্যার সৃষ্টি হবে , তা হোল বাজার বা সিন্ডিকেট দ্বারা যে চ্যানেল কে সতেজ রাখা হয় তাদের কি দশা হবে ? এটাক তখন জাতীয় সমস্যা হিসাবে দেখা দিবে !!!!!!!!!!!!!! মাথা ব্যাথার চিকিৎসাহ ডাক্তার সাহেব না করতে পারলে সে রকম চিকিৎসক মাথা কেটে ফেলার উপদেশ দিতে পারেন, যেমন আপনারা দিচ্ছেন !!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।