স্বপ্ন দেখতে ভালোবাসি
বর্তমানে পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের অধিকাংশ হোটেল রেস্তোরা ও ফাস্ট ফুডের দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে ইফতারের ভোগ্য খাদ্যদ্রব্য। এ সকল খাদ্যকে আকষর্ণীয় করে ক্রেতার কাছে উপস্থাপনের জন্য মেশানো হচ্ছে
কাপড়ের রং করতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক ও রং। ফলে ইফতারের খাবারে উপস্থিত ক্ষতিকর এসব কার্সিনোজেনিক রাসায়নিক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে সৃষ্টি করছে বিষক্রিয়াসহ লিভার ও অন্ত্রে প্রদাহ এমনকি মরনব্যাধি ক্যান্সার।
এ ধরনের অপরাধ দমনে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমণ্বয়ের অভাব এবং পর্যবেক্ষণ কার্যক্রমের বিচ্ছিন্নতার সুযোগে একশেণ্রীর অসাধু ব্যবসায়ী ইফতারে ভোগ্য খাদ্যদ্রব্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক রং মিশিয়ে বিক্রিয় করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।