মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি সামুতে অনেক দিনই হয়ে গেল। সাধারণত এর অসাধারণত্ব হলো বিভিন্ন মত ও পেশার অসংখ্য দক্ষ ও সৃষ্টিশীল মানুষ যারা সামু'র প্রাণ। সামুতে ইতিপূর্বে বহু সাহায্য পোস্ট লিখেছি এবং প্রত্যেক ক্ষেত্রেই কাঙ্খিত সমাধান পেয়েছি। একই আশায় গত পরশু একটি পোস্ট দিয়েছিলাম যুদ্ধাপরাধ দমন সংক্রান্ত বর্তমান ট্রাইবুনাল প্রতিষ্ঠা ও তৎপরবর্তী আইন সমূহের বিস্তারিত জানতে চেয়। অবাক ব্যাপার হলো আমি এ ব্যাপারে কোন তথ্যই পাচ্ছি না। গত পরশু রাতের পোস্টে একটিও কমেন্ট পাই নি। তাহলে কি ধরে নেব সামু'র ব্লগাররা আইন, সংবিধান ও বিচার ব্যবস্থা নিয়ে এত যে চিল্লাচেল্লি করেন তা ভাষাভাষা ধারণা বা চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে ছোটার মত? আইন, বিচার ব্যবস্থা নিয়ে কত না পোস্ট ডেইলি আসছে! যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পিটিশন সাইন করছি অথচ আসল জায়গায় ফঁকা!!!! এ বিচারের লক্ষ্যে নতুন যেসব সংশোধনী বা সংযোজন হয়েছে এ সংক্রান্ত বিধিমালায় তার কোন ত্যই কি পাব না? হতাশ হতে হবে না কি শেষ পর্যন্ত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।