আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মানুষকে কম খাওয়ার পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য কমাতে মন্ত্রীদের চিন্তার যেন শেষ নেই। কিন্তু তারা যেসব চিন্তা করছেন তা মানুষের মধ্যে হাসির উদ্রেক করছে। ক'দিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দ্রব্যের দাম কমাতে অন্তত একদিন বাজারে যাবেন না। অর্থমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে, বাংলাদেশের মানুষ পারতপক্ষে বাজারে যেতে চায়না। নিতান্ত প্রয়োজন না হলে এই দুর্মূল্যের বাজারে অল্পকিছু লোক ব্যতিত সবাই যথসম্ভব মিতব্যয়ী হওয়ার চেষ্টাই করে।

অর্থমন্ত্রীর পর আজ বাণিজ্যমন্ত্রী ফারুক খান বললেন, আপনারা কম খান, কম খেলে সমস্যা কমবে। আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের অনেক মানুষ এখন চারবেলা খাবার খাচ্ছে। বাণিজ্যমন্ত্রী তাদের দিকে ইঙ্গিত দিয়েছেন কিনা জানি না, তবে এসব ফালতু কথা না বলে দ্রব্যমূল্য কমানোর জন্য বাস্তবমূখী পদক্ষেপ নিতে হবে। নিজেরা সিন্ডিকেট পরিচালনা করবেন আর জনগণকে কম খাওয়ার , বাজারে না যাওয়ার পরামর্শ দেবেন জনগণ তা মানবে বলে মনে হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.