আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার দেশপ্রেমের অভাব রয়েছে: হাইকোর্ট

সংবিধান নিয়ে কটুক্তি করায় বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দেশপ্রেমের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সংবিধান নিয়ে কটুক্তি করায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে জারি করা রুলের ওপর শুনানি চলাকালে আদালত এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত থাকা বিএনপিপন্থী আইনজীরা আদালতের এ মন্তব্যের প্রতিবাদ জানালে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এতে আদালত প্রাঙ্গণে আতঙ্কও ছড়িয়ে পড়ে। পরে সিনিয়র আহনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আমিনীর বিরুদ্ধে জারি করা স্বপ্রণোদিত রুলের শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য দেওয়ার সময় সংবিধান নিয়ে খালেদা জিয়ার মন্তব্য তুলে ধরে বলেন, ‘বেগম জিয়াও তার বিভিন্ন বক্তব্যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। ’ শুনানি শেষে আদেশ দেওয়ার সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ওই প্রসঙ্গটি টেনে খালেদা জিয়া সম্পর্কে বলেন, ‘ওনার (খালেদা জিয়া) ভিতরে দেশপ্রেমের অভাব রয়েছে। দেশপ্রেম থাকলে সংবিধান নিয়ে তিনি কখনই এরকম বক্তব্য দিতে পারতেন না। ’ উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার বিভিন্ন বক্তব্যে সংশোধিত এই সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।