উন্নত পুঁজিবাদী দেশগুলোর সৃষ্টি দানবীয় প্রতিষ্ঠানের সামনে সামাজিক মানুষ ছিল অসহায়। ভোগবাদী পুঁজিবাদের বিপক্ষে সোচ্চার হয়ে সংস্কৃতি প্রেমী সামাজিকভাবে সচেতন ব্যক্তিরা সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই আন্দোলন প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং নগর জীবনে দানা বেঁধে উঠেছিল। এটা ক্রমশ ছড়িয়ে পড়েছিল সমাজ জীবনের উন্মুক্ত বৃহৎ আঙ্গিনায়। পরিশেষে এটা সমগ্র ইউরোপে বিদ্রোহী ছাত্র আন্দোলনে পরিণত হয়। ১৯৬০ সালের এই প্রতিবাদী সাংস্কৃতিক ও আধুনিকতা বিদ্রোহী আন্দোলন থেকেই ১৯৬৮-১৯৭২ সালের মধ্যে উত্তর আধুনিকতার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।