আমাদের কথা খুঁজে নিন

   

এভিজি অ্যান্টি-ভাইরাস রানিং কম্পিউটারকে ফ্রিজ করে

এভিজি অ্যান্টি-ভাইরাস আপডেট উইন্ডোজ অপারেটিং সিষ্টেমের চলা কম্পিউটারকে ফ্রিজ করে দিতে পারে। এ আপডেট ১ ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। এভিজি অ্যান্টি ভাইরাস কর্তৃপক্ষের বরাতে সংবাদমধ্যমটি জানিয়েছে, নতুন আপডেটের এভিজি অ্যান্টি-ভাইরাস মাইক্রোসফট উইন্ডোজ ৭ অপারেটিং সিষ্টেমে ৬৪ বিট ভার্সনে চলা কম্পিউটারে সমস্যা তৈরি করতে পারে। এটি ইনষ্টল করলে তা ক্যাশ সাইকেলে পাঠিয়ে দিয়ে কম্পিউটারে রিবুট করে।

তারপর কম্পিউটার আর রিষ্টার্ট নেয় না। তাই এ আপডেটটি সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। এভিজি'র বরাতে জানা গেছে, এ সমস্যা তৈরি হয়েছে নিদিষ্ট একটি ভাইরাস ডেটাবেজ আপডেটের ফলে। এ ডাটাবেজ স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারকে রিবুট করতে বাধ্য করে। আর রিষ্টার্ট করার ফলে কস্পিউটারে 'c0000135 error; অপশন রেজিষ্ট্রার হয়ে যায়।

যাতে বুট সাইকেল সম্পূর্ণ হয় না। জানা গছে, এভিজি অ্যান্টি-ভাইরাসের এ আপডেট সরিয়ে ফেলায় এটি আর পাওয়া যাবে না। তবে যারা এটি ইনস্টল করেছেন তাদের জন্য এভিজি কিছু নির্দেশনা দিয়েছে। এ আপডেট সরিয়ে ফেলতে এভিজির রেসকিউ সিডির স্টেপ বাই স্টেপ নির্দেশনা মতো কাজ করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।