পরে লিখব... আমাদের দেশে যারা উইন্ডোজ ব্যবহারকারী তাদের অনেকেরই উইন্ডোজটি জেনুইন না। কারণ একটি জেনুইন উইন্ডোজ এর অনেক দাম (প্রায় ৩০০০ টাকা)। অথচ বাজারে ৩০ টাকা হলেই একটি এক্সপির সিডি পাওয়া যায়।
কিন্তু জেনুইন এক্সপি না হওয়ার কারণে তারা মাইক্রোসফটের দেয়া অনেক সুবিধা তারা ভোগ করতে পারেন না। এজন্য অনেকেই WGA Crack ব্যবহার করেন।
কিন্তু এসব ক্রাকের সাথে আপনার জন্য বোনাস হিসেবে থাকে ভাইরাস্ । তাই দয়া করে WGA Crack ব্যবহার করে কেউ নিজের ক্ষতি করবেন না।
যারা তাদের উইন্ডোজ জেনুইন করতে ইচ্ছুক তাদের জন্য নিচের টিপসটি দিলাম। নিচের ধাপগুলো সম্পন্ন করার সাথে সাথেই আপনার উইন্ডোজটি পারমানেন্টলি জেনুইন হয়ে যাবে।
১।
প্রথমে আপনি "C:\Documents and Settings\All Users\Application Data\" এই ফেল্ডারটিতে যান।
২। এখানে "Windows Genuine Advantage" এই নামে কোন ফোল্ডার থাকলে তা রিনেম করে লিখুন "WGA Folder" অথবা অন্য যে কোন কিছু। এরপর আবার "Windows Genuine Advantage" এই নামে আর একটা ফোল্ডার তৈরী করুন।
তারপর এখান থেকে বেরিয়ে আসুন।
### যদি "C:\Documents and Settings\All Users\Application Data\" এখানে "Windows Genuine Advantage" এই নামে কোন ফোল্ডার না থাকে তবে এখানে "Windows Genuine Advantage" নামে একটি ফোল্ডার তৈরী করে বেরিয়ে আসুন।
৩। এবার "C:\Windows\System32\drivers\etc\" - এই ফোল্ডারটিতে যান। দেখুন এখানে "hosts" নামে একটি ফাইল আছে। এই ফাইলটি "Notepad" অথবা অন্য যেকোন টেক্সট এডিটর দিয়ে খুলুন ।
এবার
127.0.0.1 mpa.one.microsoft.com
এই লাইনটি সবার নিচে যোগ করুন এবং সেভ করে বেরিয়ে আসুন।
কিছু না বুঝলে নিচের ছবিটি দেখুন।
৪। এখন আপনি "MGAdiag.exe" এই ফাইলটি রান করে অথবা
http://www.microsoft.com/genuine/ এই এড্রেসে যেয়ে আপনার উইন্ডোজটি জেনুইন হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে পারেন।
>>> এপদ্ধতি শুধুমাত্র উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের জন্য।
পূর্বে "আমার ব্লগে" প্রকাশিত : http://www.amarblog.com/wap/posts/100510 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।