কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
একটি ভাল ছবি তোলার পর সেটা সবার সাথে শেয়ার করে নিজের ভাল লাগা টা ছড়িয়ে দিতে ইচ্ছা হয় সবারই। আর সেটা যদি হয় কোন প্রতিযোগীতার মাধ্যমে তাহলে তো কথাই নেই, জমজমাট এক ছবির মেলা হয়ে যায় সেটা। একটা সময় ছিল যখন ছবি তোলার জন্যই কত কিছু করতে হত আর কন্টেস্ট আয়োজন করা তো আরো বিশাল ব্যাপার ছিল। এখন এই ডিজিটাল যুগে সশরীরে উপস্থিত না থেকেও কন্টেস্টে অংশ গ্রহন করা যায়।
এমন হাজারো ফটোগ্রাফী প্রতিযোগীতা, অনলাইন কিংবা সরাসরি, দেশী কিংবা বিদেশী, পছন্দমত ক্যাটেগরীর সব খবর নিয়ে GREEN CODE Consultancy Services Ltd এর একটি অসাধারন প্রচেষ্টা Pho2Circle.com
চলুন দেখি কি কি আছে ফটোসার্কেল ওয়েবসাইটটি তে–
১। ফটোসার্কেলের ক্যাটেগরী ট্যাবটিতে ল্যান্ডস্কেপ, পোর্ট্ট্রেট, ফ্যাশন, পরিবেশ, বিজ্ঞাপন ইত্যাদি মোট ২৭ টি ক্যাটেগরী রয়েছে এবং এই ক্যাটেগরী অনুসারে কন্টেস্টের খবর এবং ছবি জমা দান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খবর গুলো আপডেট হচ্ছে প্রতিনিয়তই।
২। কনটেস্ট স্ট্যাটাস অংশে আগামী/ চলমান/ শেষ হওয়া এবং ফলাফল প্রকাশিত প্রতিযোগীতা গুলো সম্পর্কে আলাদা ভাবে জানার সুযোগ রয়েছে।
৩।
কনটেস্টের ধরন অনুসারে বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক বা প্রতিদিন এভাবে সাজানো আছে আলাদা ট্যাবে।
৪। এন্ট্রি পদ্ধতি অনুসারে আলাদা ট্যাবে শ্রেনীবদ্ধ আছে পেইড, ফ্রি এবং কন্ডিশনাল প্রতিযোগীতা গুলো। সেইসাথে প্রতিযোগীতার শর্ত, ফি এবং জমাদান প্রক্রিয়া সম্পর্কেও আছে বিস্তারিত খবর।
৫।
প্রতিযোগীতার ডেডলাইন অনুসারে সাজানো ট্যাব থেকে সহজেই ডেডলাইন অনুসারে প্রতিযোগীতা গুলো খুজে পাওয়া যায়।
৬। সাইটটিতে যে কেউ চাইলে নতুন প্রতিযোগীতার বিস্তারিত তথ্যা জমা দিতে পারে যা দ্রুতই ক্যাটেগরী অনুসারে সাইটে যুক্ত করা হয়।
বিস্তারিত এখানে দেখুন
সূত্রঃ সুখবর২৪.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।