আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ প্রতিদিন + পাঠক মনে একটুখানি সুড়সুড়ি দেয়ার চেষ্টা..

পথক্লান্ত... বিভ্রান্ত... বাংলাদেশ প্রতিদিন । পত্রিকাটার দাম দুই টাকা । দেখতে ভালই আর প্রিন্ট মোটামুটি ঝকঝকে । খবরের বিচিত্রতায় এই দুই টাকার পত্রিকাও আট-দশ টাকার পত্রিকা থেকেও কম যায় না । কিন্তু বেশ কিছুদিন হল, ভাবছি একটা কথা শেয়ার করবো পত্রিকাটি নিয়ে । কিন্তু দেবো দেবো করে আর দেয়া হয় না । আপনারা যারা পত্রিকাটি পরেন তারা হয়ত খেয়াল করবেন, বাংলাদেশ প্রতিদিনের ৮ নম্বর পাতার শোবিজের অংশটায় প্রতিদিন কোন না কোন নারী মডেলের ছবি দেয়া হয়… আর বেশির ভাগ সময় তা থাকে দৃষ্টিকটু । মাঝে মাঝে তো বেশ খোলামেলা ছবি দেয়া হয় । বুঝলাম না, যেখানে পত্রিকাটার মূল শিরোনাম থাকে চার কলাম থেকে পাঁচ কলাম সেখানে এই নারী মডেলদের কাহিনী বিবর্জিত ছবি থাকে মিনিমাম পাঁচ থেকে ছয় কলাম জুড়ে। এত বড় আকারের ছবি আর কোন পাতায় সাধারণত দেয়া হয়না, সেই খবরটা যতই গুরুত্বপূর্ণ হোকনা কেন !! যারা পত্রিকাটা পড়েন না, তাদের জন্য জুলাই মাসে প্রকাশিত কিছু ছবি পোস্ট করলাম... আমি যদিও ছবিগুলো দেখে তেমন কোন সুড়সুড়ি পাইনা, কিন্তু একদিন বাসে দেখলাম একজন দাদুর বয়সী ভদ্রলোক তার স্কুল পড়ুয়া নাতিকে পেপারটা পড়তে দিচ্ছেন ওই দৃষ্টিকটু অংশটা ছিঁড়ে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.