ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
আমরা অনেকেই জানি বাংলাদেশ পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে তিন নম্বরে আছে। আমাদের দেশে আইন নেই বলে এবং আমাদের মূল্যবোধ কম বলে আমরা বুঝিনা আমরা চুরির সফটওয়্যার ব্যবহার করে কতটা অপরাধ করছি। আমরা আমাদের বাজার থেকে যে সফটওয়্যারের সিডিগুলো কিনে নিয়ে আসি তাও যে পাইরেটেড তা আমরা কয়জন জানি।
আমি অন্তুত চুরির সফটওয়্যার ব্যবহার করিনা।
কারন আমি ওপেনসোর্স ব্যবহার করি। আমার অপারেটিং সিসটেম হল উবুন্টু। তাই আমাকে কোন চুরির সফটওয়্যার ব্যবহার করতে হয় না।
কিন্তু সবার পক্ষে ওপেনসোর্স ব্যবহার করা সম্ভব হয় না। অনেকই সাহসের অভাবে, অনেকে অফিসের সমস্যার কারনে, অনেকে জানেনা বলে বা কম্পিউটার ভাল বুঝে না বলে ওপেনসোর্স আসতে পারছেনা।
তাই তাদের বাধ্য হয়েই সেই চুরির মাল উইন্ডোজকে চালাতে হয়। সাথে হাজার ঝামেলা ফ্রি নিতে হয়।
কিন্তু সমস্যা নেই। আপনি ইচ্ছে করলে অনেক Freeware Software ব্যবহার করতে পারেন। যার ফলে আপনি চুরির অপরাধ থেকে অনেকটাই মুক্ত হবেন।
তেমনি কিছু Freeware Software নিয়ে আজ আমার লিখা।
১. Office Suit:
MS Office Suit বাদে অন্য কোন অফিসের কথা চিন্তা করতে পারেন? না পারেন না। কারন আমরা এর বাইরে আর কোন কিছু কখনো ব্যবহার করিনি। আমাদের কাছে নিশ্বাসের মত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এই মাইক্রো সফটের অফিস সুইট। কিন্তু এর বাইরে আরো অনেক অফিস সুইট আছে যেগুলো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কিন্তু কোন অংশেই এমএস অফিসের চাইতে কম না বরং অনেক ক্ষেত্রেই বেশী।
এমনই একটি অফিস সুইট হল OpenOffice.Org বা OOo। এই অফিস সুইট ব্যবহার করে আমি যে কি মজা পেয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এটি ভাল লাগার একটি বড় কালন হল এর একটি এক্সটেনশনের মাধ্যমে আমি সহজেই ডান বাটন ক্লিক করে বাংলা বানান ঠিক করতে পারি। আবার এটি দিয়ে Word, Presentation, Excel, Database এর সব কাজই করা যায়। এর একটি আলাদা সুবিধা হল আপনি ইচ্ছে করলে Word, Presentation, Excel বা Database যার কাজই হোক না কেন সরাসরি ফাইল থেকে তাকে পিডিএফ এ সেভ করতে পারবেন।
রয়েছে প্রেজেন্টেশন কে সরাসরি ইমেজ করার এক্সটেনশন। তাছাড়া এর আরো অনেক Extension রয়েছে যা দিয়ে আপনি নানা ধরনের কাজ করতে পারবেন। । আমি ব্যবহার করি এমন কিছু Extension হল pdf importer যা দিয়ে আমি OOo তে পিডিএফ ফাইল ওপেন করতে ও এডিট করতে পারি। ভাল কথা OOo কিন্তু একটি ফ্রি পিডিএফ এডিটরও।
এই লিংকে গিয়ে আপনি এটি নামিয়ে নিতে পারবেন।
বর্তমানে ওপেন অফিসের মত আরেকটি অফিস হল লিব্রা অফিস।
2. Download Manager:
আমি উইন্ডোজের জন্য যত বিনামূল্যের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেছি তাদের মধ্যে আমার সব চাইতে ভাল লেগেছে JDownloader।
এটি IDM এর সবচাইতে ভাল বিকল্প মনে হয়েছে। আইডিএম এর মত রিজুম করার সুবিধা আছেই আবার সব ওয়েব সাইটের সব কিছুই নামাতে পারবেন।
এর একটি সুবিধা আছে যা আই,ডি,এম, এ নেই। সেটি হল আপনি অনেকগুলো লিংকে ক্লিক করে থাকলে এটি এক এক করে সব নামাতে থাকবে। আপনাকে কোন সিডিউল করতে হবে না। আপনি ইচ্ছে করলে Settings এ গিয়ে এটি পরিবর্তন করে দিতে পারবেন। সেখানে একসাথে দুটি থেকে শুরু করে আরো অনেকগুলো ডাউনলোড যোগ করে দিতে পারবেন।
ফলে একই সাথে অনেকগুলো ফাইল নামতে থাকবে। সাথে যেগুলো অপেক্ষায় আছে সেগুলোও পরে হবেই। তাছাড়া ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ফাইন নামানোর জন্য কিংবা যে কোন ভিডিও সাইট থেকে ভিডিও নামানোর জন্য এটি অনন্য। আপনাকে শুধু ডাউনলোড লিংকটা কপি করে দিতে হবে।
এই লিংকে গিয়ে আপনি এটি নামিয়ে নিতে পারবেন।
মজিলা ফায়ারফক্সের সাথে এটিকে যুক্ত করার জন্য আলাদা একটি এড ওনস ইনস্টল করতে হবে। FlashGot ইন্সটল করার পর সেটিংস এ গিয়ে ডিফল্ট ডাউনলোডার হিসেবে Jdownloader সিলেক্ট করে দিলে আপনি যা নামাবেন সবই জেডাউনলোডার দিয়ে নামবে।
৩. Photoshop:
Adobe Photoshop এর বাইরে আরো অনেক ছবি নিয়ে কাজ করার বা গ্রাফিক্সের কাজ করার সফটওয়্যার আছে জানেন? মনে হয় না। নাহলে এডবের নতুন ভার্সনটা ফ্রি নামানোর জন্য টরেন্টে গুতগুতি করতেন না। চলেন দেখি কি কি Freeware Software আছে যেগুলোকে আমরা এডবের বিকল্প বলতে পারি।
Paint.net:
এর প্রশংসা আমি যত করবো ততই কম হবে। এটি আসলে যারা ছবি নিয়ে নারা চারা, আঁকিবুকি, আর গ্রাফিক্সের কাজে নতুন তাদের জন্য সহজ ব্যবহার উপযোগী চমৎকার সফটওয়ার। এখানে গিয়ে আপনি এটি নামিয়ে নিতে পারবেন।
এই বিলকুল ফ্রি সফটওয়্যারটি এক সময় আমি দেদারছে ব্যবহার করতাম। এত সহজেই এটি বুঝা যায় যে অল্প কয়েকদিনের মধ্যই আপনি এটির বস হয়ে যাবেন।
কিন্তু এটি দিয়ে ফটোশপের কাজ করা একটু কঠিন। অনেক ঘুরে কাজ করতে হয়। একটু চিন্তায় পড়লেন কোন সমস্যা নেই। নিচে দেখেন।
GIMP:
এটি মূলত GNU Image Manipulation Program এর সংক্ষিপ্ত রূপ।
এই লিংকে গিয়ে গিম্প নামাতে পারবেন।
Photoshop এর চমৎকার এবং অনেকাংশে ভাল বিকল্প। আপনি ফটোশপের বেশিরভাগ কাজই এর মাধ্যমে করতে পারবেন। এটি ফটোশপের চাইতে বেশি ব্যবহারবান্ধব। নতুনদের বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না।
ছবি কাট ছাট, ছবি এডিট, আঁকিবুকি, গ্রাফিক্স, থ্রিডি, এনিমেশন সবই করতে পারবেন এই ফ্রি ফটোশপ সফটওয়্যার দিয়ে। তবে যারা ফটোশপে প্রোফেশনাল তাদের জন্য এটি ভাল বিকল্প না বলেই আমার মনে হয়েছে।
এরকম আরো অনেক ফ্রি ওয়ার সফটওয়্যার রয়েছে যেগুলো আমাদের ব্যবহৃত পাইরেসি সফটওয়্যারের চাইতে কোন অংশে কম না। আমাদের দেশ পাইরেসি সফটওয়্যার ব্যবহারের দিক থেকে যৌথ ভাবে দ্বিতীয়। এটি কোন ভাবেই আমাদের জন্য সন্মানজনক নয়।
আমরাই পারি আমাদের দেশকে এই কলঙ্ক মুক্ত করতে। যাদের পক্ষে সম্ভব আসুন আমরা ফ্রিওয়্যার ও ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।