কক্ষভ্রষ্ট মানুষের জীবন চক্রে বাধা। এই চক্রথেকে বের হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। শুধুই বৃথা চেষ্টা করে যাওয়া ।
শেকড়ের টান বড়ই কঠিন। প্রতিটা সন্তানের ভাগ্য ও জীবন যাত্রার অর্ধেক অংশ তার বাবা মায়ের কাছ থেকে আসে ।
বাবা মায়ের স্বভাব চরিত্রের একটা বড় অংশ সন্তানের মধ্যে দেখা যায়। কেউ যদি ভাবে সে তার বাবা মায়ের ভাল বা খারাপ দিকগুলি পায়নি তাহলে আমি বলব সে এখনও তা অনুধাবন করতে পারেনি বলেই এই কথা বলছে। সময় এখনও তাকে বুঝতে দিচ্ছে না।
আমরা যখন নিজেদের মধ্যে খারাপ কিছুর অস্তিত্ব টের পাই তখন আমাদের মন খারাপ হয়। নিজেকে বার বার প্রশ্ন করি কেন আমি এমন হলাম।
একটু গভীরে গেলেই উত্তরটি পাওয়া যায়। এমন ঘটনা আগেও ঘটেছে।
আমি চাই ভাল হতে। ভাল ভাবে জীবনটাকে সাজাতে। কিন্তু পারি না।
সব কিছুই যে আগে থেকে নির্দিষ্ট করা। আমি কে তা পরিবর্তন করার।
আমার বাবা মা যে ভুল করেছে আমি তা কখনই আমার ক্ষেত্রে হতে দেব না। সরলভাবে জীবনটাকে সাজাবো। কত পরিকল্পনা।
কিন্তু দেখা যায় সেই একি ভুল আমিও করি। এ এক প্রকৃতির অদ্ভুত খেলা। এই খেলা আমাদেরকে খেলে যেতেই হবে। প্রকৃতির হাত থেকে কারো নিস্তার নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।