'ভাল' যদি প্রচারবিমূখের ফ্যাশনে নিজেকে লুকিয়ে রাখে তবে 'খারাপ' একদিন সবকিছুকে গ্রাস করে নিবে!
৭ দিনের কথা বলে ১ মাসের উপরে পর্যবেক্ষন। সেটা থেকে মুক্তি পেতে মেইল করতে হলো। প্রথম পাতায় এক্সেস পেয়েছি ভেবে খুশিতে গদগদ হয়ে মডারেটরদের ধন্যবাদ জানিয়ে পোষ্ট দিলাম। অপেক্ষা করছি ... ১ মিনিট...৫ মিনিট...৩০ মিনিট... ১ ঘন্টা...... কোথায় পোষ্ট? পরে মডারেশন স্ট্যাটাস ভাল করে পড়ে দেখলাম “আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে।” এই প্রথম বুঝলাম প্রথম পাতা আর সংকলিত পাতার মাহত্ব। আরো বুঝলাম আমার পোষ্ট গুলো সংকলিত পাতায় উঠার মত উপোযুক্ত বলে মনে করেন নাই সম্পাদক সাহেব। যা হোক, কি আর করা, অপেক্ষা করছি ... ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ............
তবে আর একটা জিনিষ কিছুতেই মাথায় ঢুকছে না, সামুর মডারেশনের এত বেড়াজাল পার হয়ে মানুষ কিভাবে এতগুলো ফেক্ নিক্ খুলে গালিগালাজ করে, আজেবাজে পোষ্ট দেয়???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।