আমাদের কথা খুঁজে নিন

   

শিবলী ভাইয়ের মেয়ের নিম্ন মানের চিকিৎসা ও Dr. AKM Fazlul Haque এর লোভনীয় প্রচেষ্টা

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed ব্ল্যাকলিস্ট ডক্টরস নামের একটি ফেইসবুক গ্রুপে অনেকগুলো দু্ঃখজনক ঘটনা পড়লাম। কোনও মিছিল কিংবা ভাংচুর নয়, ঐ গ্রুপের প্রয়াস সবাই যেন ঘৃন্য ডাক্তারদের কথা ওখানে শেয়ার করা শুরু করে, হয়ত কিছু রোগী খারাপ ডাক্তারের নির্মম চিকিৎসার হাত থেকে বাঁচবে। এই বিষয়ে, শিবলী মেহেদী ভাইয়ের একটি ওয়ার্ডপ্রেস পোস্ট শেয়ার করলাম। ------------------------------------------------------------------ বিগত ২৪মার্চ আমার মেয়ে হঠাৎ মেঝেতে পড়ে যায় ও কপাল কেটে যায়।

তখন প্রায় রাত ১২টার মতো বাজে। আমরা দ্রুত পান্থপথের square hospital এ যাই। তারা patient কে দেখে plastic surgery-র পরামর্শ দেয়। এবং সাথে এও বলে দেয় যে, তারা plastic surgery করায়না (আমি জানিনা সত্য কিনা, নাকি ঐ গভীর রাতে করায় না) তবে apollo hospital এ 24 ঘন্টা plastic surgery-র সুবিধা আছে। square hospital এই পরামর্শ এই জন্য দেয় যে, patient একজন মেয়ে আর কাটাটা কপালে, মান face এ হয়েছে, তাই plastic surgery করাটাই উত্তম।

(পরামর্শটি আমার ভালো লাগে) ঐ রাতেই আমরা দ্রুত বসুন্ধরার apollo hospital এর দিকে রওনা দেই (তখনও আমার হাত দিয়ে মেয়ের কপাল চেপে ধরে ছিলাম নইলে অনেক রক্‌ত পড়ছিলো। ) এবং গাড়ীতে থাকা অবস্থাতেই ফোনে যোগাযোগ করি apollo hospital এ। ফোনে কনফার্ম হবার চেষ্টা করি plastic surgery-র ব্যাপারে। ফোনে আমাকে জানানো হয় এমন “স্যার, এই মূহুর্তে plastic surgeon নেই। তবে আপনারা যদি আসেন আমরা call করে আনাতে পারবো।

” আমিও ফোনেই confirm করি যে আমরা patient নিয়ে যাচ্ছি ও রাস্তাতেই আছি। apollo hospital এ পৌঁছার পর তারা অবাক করে এটা বলে যে, plastic surgeon নাও আসতে পারে। (আমি ওদের কথার টোনে যেটা বুঝলাম, ওরা meantime যোগাযোগ করেছিলো এবং plastic surgeon আসতে রাজী হয়নি। ) যাই হোক, এই বিষয়ে কিছুক্ষন কথা কাটা কাটি হয় এবং তারা জানায় এই মাঝ রাতে plastic surgeon তার বাসা থেকে আসবে না। তারা প্রস্তাব দেয়, যদি plastic surgery করতেই হয় তবে পরের দিন সকালে (২৪তারিখ সকালে, মানে আনুমানিক ১০ ঘন্টা পর) করতে হবে নইলে নরমাল সেলাই করাতে হবে।

আমি উপায় না দেখে নরমাল সেলাই করতে বলি। (এখানে বলে রাখা দরকার যে, তারা ভুল মাপের সুতা দিয়ে নিম্নমানের সেলাই পদ্ধতীতে আমার বাচ্চার কপালে সেলাই করে যা আমরা ঐ মাঝরাতে বুঝতে পারিনি, বুঝতে পারার কথাও না, কিন্তু পরবর্তিতে বুঝতে পারি এবং apollo-র plastic surgeon তা স্বীকার করে। বলে রাখা ভালো যে, ঠিক এই plastic surgeon-ই ঐ রাতে আসেনি যিনি Dr. AKM Fazlul Haque, উপরে ছবি দেখতে পারছেন। ) সংক্ষিপ্ত করার জন্য মাঝের কিছু ঘটনা বললাম না (সময় করে সেই টুকরো টুকরো বিচ্ছিন্ন ঘটনাগুলিও অন্য পোষ্টে বলবো)। ২৭ তারিখে follow up করার জন্য apollo-তে যাই এবং plastic surgeon Dr. AKM Fazlul Haque (ড. একেএম ফজলুল হক) জানায় আমার বাচ্চার কপালের সেলাইটা খুব খারাপ সেলাই হয়েছে এবং এর কারনে ওর কপালে অধিক মোটা দাগ থেকে যাবে।

আরো একটু সুন্দর করে সেলাই করলে চিকন দাগ থাকতো। plastic surgery করালে এই দাগটা আরো চিকন হতো, ঠিক একটা চুলের মতো চিকন। এভাবেই Dr. AKM Fazlul Haque বর্ননা দিচ্ছিল আমার মেয়ের কপালের অপারেশন দেখে। এবং সাথে সাথে এটাও পরামর্শ দেয় যেন আমরা তখনি re-surgery করাই। re-surgery-র কথা শুনে আমি ঘাবড়ে যাই।

এমন একটা সেলাই ২-৩ দিনের দিকে অলরেডি হিলিং শুরু হয়ে যায়। সেই অবস্থা থেকে আবার re-surgery-র পরামর্শ আমার কমন সেন্সেই আসছিলোনা। কিন্তু আবার এও মনে হচ্ছিল যে, হয়তো re-surgery করাটাই ভালো হবে। আমি confused হয়ে যাই। আমার কন্‌ফিউশন্‌ দেখে Dr. AKM Fazlul Haque বারে বারে বলতে থাকে যেন আমি re-surgery করাই।

এবং সে এও বলে দেয় যে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা লাগবে (৩-৪ হাজার টাকা এমনভাবে উচ্চারন করছিলো যেন কিছুই না। অথচ আমি অলরেডি ৪হাজার টাকা খরচ করে ফেলেইছি প্রথম রাতে এই apollo-তেই)। একটা ছোট্ট অপারেশন। সে আমাকে বারবার prompt করছিলো বলে, একটা পর্যায়ে কিছুটা বিরক্ত হয়েই বলেই ফেলি সেদিন রাতেই যদি আপনি আসতেন তবে এই surgery টা আপনিই করতেন। আমার কথায় সে উত্তর দেয় অনেকটা এভাবে, “আমাকে কেউ সেদিন ডাকেনি।

” এই নিয়ে আমি কথা চালাতে থাকলে সে স্পষ্ট বলে দেয় যে, ঐ রাতে তাকে apollo থেকে ফোন করে ডাকা হয়নি। ডাকা হলে উনি অবশ্যই আসতো। যাই হোক, একটা পর্যায়ে সে বলে, “দেখুন আমারো এমন বয়সের মেয়ে আছে। আমি বুঝি আপনার মনে অবস্থা। তার উপর apollo তেকে এমন সেলাই আশা করা যায়না।

আমি অবশ্যই খোঁজ নেবো কে এই সেলাইটা করলো। এটা উচিত হয়নি। যাই হোক, আপনি re-surgery করিয়ে ফেলেন। নইলে ভবিষ্যতে পস্তাবেন। মেয়ে যখন বড় হতে থাকবে চোখের সামনে, আর কপালের দাগটা মোটা দেখতে থাকবেন, তখন মনে পড়বে আমার কথা, আফসোস করবেন।

মেয়ে বড় হবে, বিয়ে দেবেন… re-surgery করিয়ে ফেলুন। শুধু বাচ্চাটা সামান্য একটু কষ্ট পাবে। দুটি ইনজেক্‌শন দেবো, তারপর এই সেলাইটা কাটবো, তারপর সুন্দর করে ঠিক করে দেবো। ” ওর কথাগুলি আমার কাছে চরম বিরক্তিকর লাগছিলো। সাথে সাথে এটাও বুঝে যাচ্ছিলাম যে, ও আমাকে নিয়ে আসলে ব্যবসা করতে চাচ্ছে।

নইলে আমাকে এভাবে convince করার চেষ্টা করছে কেন। আমি মনে মনে সিদ্ধান্ত নেই যে, যা হবার হয়েছে, দাগ নিয়ে চিন্তা করার কিছু নেই। চলে যাই বাসায়। re-surgery করাবো না। আমাকে নিয়ে বসে থাকলে তো আর তার চলবে না, তাই আমাকে চিন্তা করার সময় দেয় re-surgery করাবো নাকি করাবো না এবং পরবর্তি পেসেন্ট নিয়ে কাজ শুরু করে।

আমি খেয়াল করি যে পরের পেসেন্ট বাংলাদেশের মডেল + অভিনেত্রী মোনালিসা। আমি অনুমান করি যে, হয়তো মোনালিসাও ওর কোন সমস্যা নিয়ে এসেছিলো। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেই চলেই যখন যাবো, মোনালিসা যেন বুঝতে পারে কোন একটা পেসেন্টের সাথে Dr. AKM Fazlul Haque অন্যায় করেছে। আর তাই, যখন Dr. AKM Fazlul Haque এর চেম্বারে মোনালিসা ছিলো, আমি নক্‌ করে ঢুকি (ভেতরে মোনালিসা সাথে তার দুই বোন/কাজিন ছিলো) এবং এভাবে কথা বলি, “ডক্টর দেখুন, apollo অলরেডি আমার মেয়ের সাথে ভুল করেছে। আপনি সেগুলি নিজেই স্বীকার করলেন।

আমি আজ ৩দিন পর re-surgery করাবোনা। আমার মেয়ের কপালে যা আছে হবে, তবুও apollo বা আপনার কাছে আর কিছুই করাবো না আমি। ” ব্যাস কথাগুলি বলে দরজা বন্ধ করে ওয়েটিং প্লেসে বসে থাকি একটা কাজের জন্য। (এখানে আরো কিছু ঘটনা আছে যা সময় করে পূর্ন আকারে ভবিষ্যতে বলবো। আপাতত মূল ঘটনায় সিমিত থাকছি।

) কিছুক্ষন পর মোনালিসা বের হয়ে আসে আমাদের কাছে। এসেই জানতে চায় আমার মেয়ের সাথে কি হয়েছে। সব বলার পর মোনালিসা বলে এমন: “ভালো করছেন। খবরদার এই ডক্টরের কাছে কিছু করাবেন না। আমার মা ছিনতাইকারির কবলে পড়ছিলো, কিছুটা আহত হইছে।

সেই ক্ষত অপারেশন করে ৪দিনেই রিলিজ দেবার কথা। অথচ ৭দিন হয়ে গেলো এখন বলে অবস্থা খারাপের দিকে। exactly কি খারাপ তাও বলেনা। কতো দিনে সমাধান হবে সঠিক কিছুই বলেনা। অপারেশনে নাকি একটু ভুলও হয়েছে।

সেই ভুল শুধরাতে আরো ১ সপ্তাহ নাকি লেগে যাবে… আমরা আজ রিলিজ নিয়ে যাবো। বিদেশে যাবো। ” অনেকটা এই ধরনের কথা বলে চলে যায় মোনালিসা। ফাইনালি যাবার সময় আমার মনে পড়ে যায়, ৮০০ টাকা consultation fee দিলাম কিন্তু consultation advice তো নিলাম না। (সেও আরেক কাহিনি যা সংক্ষেপ করার জন্য এখন লিখছিনা।

) অনেক ঘুরাফিরার পর যখন consultation advice দিলো, শুধু লিখে দিলো এমন (নিচে সংযুক্ত করেছি ও ইচ্ছা করেই আমার ও আমার মেয়ের ব্যাক্তিগত তথ্য গোপন রেখেছি): consultation summary দেখে আমি অবাক হই। আমি ড. এ.কে.এম. ফজলুল হক-কে বললাম, “আপনি কতো কিছু বললেন। বললেন সেলাই ভুল হয়েছে। সেলাইয়ের সুতা ভুল হয়েছে, সেলাইয়ের ধরন ভুল হয়েছে। এ্যপোলো ভুল করেছে।

অথচ এখানে ঐ সবের ধারের কাছেও কিছুই লিখলেন না যে?” সে বলেছিলো এমন: “দেখুন, ওসব তো বলেছি কিন্তু আপনাকে ভালো পরামর্শওতো দিয়েছি। এই যে দেখুন, মোনালিসা এসেছিলো সমস্যা নিয়ে। কে জানে আপনার মেয়েও একদিন সেলিব্রেটি বা বড় কেউ হয়ে যাবে। তখন আপনার মেয়ে কপালের এই দাগ সরাতে চেষ্টা করবে আর আপনি কষ্ট পাবেন এই ভেবে যে ছোট বেলায় যদি re-surgery করাতাম…” যাই হোক, চরম অসহায় বোধ করে রাগে দুখে চলে আসি এ্যপোলো হাসপাতাল থেকে। (পাঠক খেয়াল রাখবেন আমি কিন্তু পুরো ঘটনা লিখিনি।

দু জায়গায় সংক্ষিপ্ত করার জন্য কিছু কিছু বাদ দিয়ে আসল ঘটনায় সিমাবদ্ধ ছিলাম। ) (যখন টের পেয়ে যাই যে, ড. এ.কে.এম. ফজলুল হক আমাকে নিয়ে প্রতারণার চেষ্টা করছে re-surgery করার মাধ্যমে, ওর কিছু কথা রেকর্ড করেছিলাম। পকেটে মোবাইল ফোন থাকায় খুব একটা পরিষ্কার রেকর্ড হয়নি। যদি কোন software দিয়ে কিছুটা নয়েজ ক্লীন্‌ করতে পারি তবে এই পোষ্টটা সকল ডকুমেন্ট ও প্রমাণ সহ রি-পোষ্ট দেবার আশা রাখছি। ড. একেএম ফজলুর হক নিয়ে যদি আপনার আরো কোন তথ্য জানা থাকে জানাতে ভুলবেন না।

) ড. এ.কে.এম. ফজলুল হক একটা কাজ অবশ্য সঠিক করেছিলো। আমার মেয়ের কপালের প্রথম সেলাই নিয়ে সে যে মন্তব্যগুলি করেছিলো সেগুলি সঠিক ছিলো। পরবর্তিতে আমি আরো দুজন অভিজ্ঞ ডক্টরকে দেখাই এবং তারাও একই মন্তব্য করেছিলো। যারা নতুন পাঠক: আমি অস্বীকার করছিনা যে এই ডক্টর দ্বারা বা এই হাসপাতালে কোন ভালো চিকিৎসা হয়না। কিন্তু আমি যে প্রতারিত হয়েছি সেটা আমার কাছে অনেক বড়।

আর তাই চেয়েছি ঘটনাটি অনেকেই জানুক। খেয়াল করে দেখুন এখানে ডক্টরটি অনেকবার মিথ্যা কথা বলেছে। আর তাই আমার কাছে স্পষ্টতই মনে হয়েছে সে একজন অসৎ ডক্টর। ------------------------------------------------------------------ পোস্টটি ঐ গ্রুপের ওয়ার্ডপ্রেস থেকে নেয়া হয়েছে। Blacklist Doctors (Facebook group) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.