আমাদের কথা খুঁজে নিন

   

আলেম মুক্তিযোদ্ধার খোঁজে -শাকের হোসেন শিবলী।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহাওয়া এমন যে কোন আলেম মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এ রকম কোন সংবাদ শোনার জন্য আমাদের কান অভ্যস্তô নয়। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থে ইসলাম এবং ইসলামের সাথে সম্পর্কিত সকল কিছুর গায়ে স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী লেবেল দেয়ার চেষ্টা করছে। যার কারণে আমরা ভুলে যেতে বসেছি যে আমাদের মুক্তিযুদ্ধে অন্যান্য পেশার লোকদের পাশাপাশি বহু আলেমও অংশ নিয়েছেন। তাদের অনেকে রণাঙ্গনে প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন এবং অনেকে সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে দেশের অভ্যন্তôরে থেকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। দৈনিক যুগান্তôরের প্রাক্তন সাংবাদিক শাকের হোসেইন শিবলি ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে’ শিরোনামে ৯১২ পৃষ্ঠার একখানা ঢাউস বই লিখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আলেমদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গ্রামে গ্রামে ঘুরে তিনি শতাধিক আলেম মুক্তিযোদ্ধাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন এবং তাদের অনেকের সাক্ষাতকার নিয়েছেন। এ জন্যে আমরা শাকের হোসেইন শিবলির কাছে কৃতজ্ঞ। উলেস্নখ্য যে আলেম মুক্তিযোদ্ধাদের যে তালিকা শাকের দিয়েছেন, এর বাইরে আরো অনেক আলেম মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের মধ্যে লন্ডনপ্রবাসী বিশিষ্ট আলেম মাওলানা মুমিনুল ইসলাম ফারম্নকী অন্যতম। শাকের হোসেন শিবলি তার ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে’ শীর্ষক বইয়ে মরহুম মওলানা ইমদাদুল হক আড়াইহাজারীকে আলোচনায় এনেছেন। সেখানে তাঁর একটি সাক্ষাতকারও রয়েছে।

মওলানা আড়াইহাজারী তার সাক্ষাতকারে কেন এবং কোন প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সে বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে তিনি বলেন, অত্যাচারী দখলদারদের বিরম্নদ্ধে পরিচালিত আন্দোলনে শরিক ছিলেন, এটা তার জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, তার মতো আরো অনেক আলেম মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তাদের মধ্যে কাজী মুতাসিম বিলস্নাহ, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং তারকাকান্দির পীর মাওলানা আব্দুল হালিম হোসাইনির কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি কীভাবে মুক্তিযুদ্ধে জড়িত হলেন এ প্রশ্নের জবাবে মাওলানা বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি লালবাগ মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন।

যুদ্ধের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তিনি মাওলানা মুহাম্মদ উলস্নাহ হাফেজ্জি হুজুরের ভক্ত ছিলেন। অনেক ছাত্র তখন ট্রেনিং নিচ্ছিল। তিনি এ ব্যাপারে হাফেজ্জী হুজুরের পরামর্শ চান। জবাবে হাফেজ্জি হুজুর বলেন, ‘পাকিন্তôানিরা বাঙালিদের ওপর অত্যাচার করছে।

সুতরাং তারা জালেম। জুলুম আর ইসলাম কখনো এক হতে পারে না। তুমি যদি খাঁটি মুসলমান হও, ইসলাম মানো, তা হলে পাকিস্তôানিদের পক্ষে যাবে কীভাবে? এটা তো ইসলামের সঙ্গে কুফরের যুদ্ধ নয়, বরং এটা হলো জালেমের বিরম্নদ্ধে মজলুমের প্রতিবাদ-প্রতিরোধ। বাঙালিরা মজলুম, সুতরাং বাঙালির পক্ষে কাজ করো। ’ মাওলানা আড়াইহাজারী বলেন, হাফেজ্জি হুজুরের এ বক্তব্যই ছিল তার মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের পেছনে মূল শক্তি ও প্রেরণা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.