ইদানিং রাস্তাঘাটে একটি চলন্ত লেখা বেশী দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট। গায়ের রং সুরমা সাদা আর কারো কারো রং আবার আগের মতই; কিনত্তু গায়ে একই লেবেল লাগানো "প্রাইভেট"। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে তারা। যেন বলার কেউ নেই, দেখার কেউ নেই, শুনারও কেউ নেই। রাস্তার হাজার হাজার মানুষ অসহায় করুন দৃষ্টিতে তাকিয়ে আছে, কাতর গলায় বলায় বলছে ভাই যাবেন নাকি, প্রথমে নেতিবাচক জবাব, পড়ে উদ্ধত ভঙ্গিতে উত্তর "এটা প্রাইভেট" বেশী লাগবো।
জ্বি, সি.এন.জি.'র মূল্য বাড়ানোর পড়ে সি.এন.জি চালিত স্কুটার গুলি যার যার ইচ্ছা মতন ভাড়া হাকতে থাকে। পড়ে ব্যাপক সমালোচনার মুখে কিছু ধরপাকড় হয়, তখন সি.এন.জি চালকরা তাদের ইচ্ছমত লোকেশনে মিটার+২০/৩০ টাকা বেশীতে গন্তব্যে যায়। সি.এন.জি.'র চালকদের কাছে সাধারন যা্ত্রীরা অসহায় জিম্মি হয়ে পড়ে।
এখন মরার উপর খাড়ার ঘা'য়ের মতন যাত্রীদের উপর নেমে আসেছে "প্রাইভেট" নামক সি.এন.জি চালিত স্কুটার। প্রথম প্রথম ১৪ সিরিয়ালের স্কুটার গুলি এই কৌশল ধারন করে।
সবুজ ছাউনির পিছনে বড় বড় অক্ষরে বাংলা বা ইংরেজীতে "প্রাইভেট" লেখে মিটার চালিত স্কুটারের দ্বিগুন-তিনগুন ভাড়া নিয়ে যাতায়াত করে, কিনত্তু "প্রাইভেট" লেখার কারনে কখনই তাদের কোনো ট্রাফিক পুলিশে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। সে কারনে বর্তমানে ১৪, ১৩, ১২ এমনকি ১১ সিরিয়ালের স্কুটার গুলিও এই কৌশল ধারন করে রাস্তায় নামছে। পাঠক হয়তো লক্ষ্য করবেন রাস্তায় ইদানিংকালে নতুন সুরমা সাদা রং করা সি.এন.জি.'র পরিমান কি হারে বাড়ছে।
আমি এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ব্যাখ্যা আর ট্রাফিক পুলিশের দ্রুত কার্যকরী একশনের দাবী জানাচ্ছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।