শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানির অধিকতর শেয়ার ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এমনকি এ বিষয়ে সরকারের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো আলোচনাও হয়নি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানান।
আজ রোববার সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে সম্প্রতি এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনে কোনো আবেদনও জমা পড়েনি। এমনকি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। তাই এ বিষয়টিকে গুজব বলেই মনে করছে কমিশন।
পুঁজিবাজারে যেকোনো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হলে বা অধিকতর শেয়ার ছাড়তে হলে আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।