আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি কোম্পানির অধিকতর শেয়ার ছাড়ার সিদ্ধান্তই হয়নি: বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানির অধিকতর শেয়ার ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এমনকি এ বিষয়ে সরকারের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো আলোচনাও হয়নি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানান।
আজ রোববার সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে সম্প্রতি এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনে কোনো আবেদনও জমা পড়েনি। এমনকি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। তাই এ বিষয়টিকে গুজব বলেই মনে করছে কমিশন।
পুঁজিবাজারে যেকোনো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হলে বা অধিকতর শেয়ার ছাড়তে হলে আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.