আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ে নিন আপনার কমপিউটারের গতি {পুরাতন জিনিস নতুন করে (অবশ্যই দেখুন)}

কত তারা আকাশে... নতুন কেনা কমপিউটারে যে গতি থাকে মাস যেতে না যেতেই আমরা দেখি কমপিউটারের গতি স্লো হয়ে যায়। গতি বৃদ্ধি করার জন্য অনেকে হয়তো নতুন হার্ডওয়ার, র‌্যাম কিনে ফেলতে পারেন। কিন্তু এর বিকল্প হিসেবে আমরা সফটওয়্যার ব্যবহার করতে পারি যা গতি বাড়াতে পারে। আমরা যেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি তার নাম হলো SpeedUpMyPC। এই সফটওয়্যারটির ফুল ভার্সন পেতে হলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।

তবে আমরা নিচের পদ্ধতির মাধ্যমে ১ বছরের জন্য ফ্রী ব্যবহার করতে পারি। ১। প্রথমে এই লিংকে যান ২। Get your Free product বাটনে ক্লিক করেন । ৩।

এবার রেজিস্ট্রেশন করে ফেলুন ৪। ইমেইল চেক করুন সেখানে ডাউনলোড লিংক এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। যেভাবে এক্টিভেট করবেন ইনস্টল দেওয়ার পর সফটওয়্যার টি ওপেন করুন। তারপর বাম দিকের Register Now বাটনে ক্লিক করে আপনার সিরিয়াল নম্বর বসিয়ে দিন। ব্যস কাজ শেষ।

সফটওয়্যারের বর্ণনা ১। আপনার পিসি যখন স্লো হয়ে যায় তখন এর কারণ বের করা খব কঠিন হয়ে পড়ে। তাই SpeedUpMyPC হচ্ছে এর সমাধান। কারণ এটি আপনার সম্পুর্ণ পিসি কে এনালাইজ করবে এবং যে সব ইরোর পাবে তাও দেখাবে । ২।

মাএ একটি আপনার সব ইরোর ফাইলগুলো ফিক্সড করে। ৩। এটি বিভিন্ন স্পীড টুল দ্বারা আপনার পিসিকে অপটিমাইজ করবে। আশা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.