আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যে হাত বাড়িয়ে...

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... “শূন্য ক্যানভাস একটা ছবি আকঁবো। কি ছবি আকঁবো ? আমি জানিনা। শূন্যে হাত বাড়িয়ে একমুঠো নীল আকাশের গায়ে থেকে কেড়ে আনলাম আকাশ দিতে চাচ্ছিলোনা, আমি বললাম তোমার এত আছে তবে কেন আমাকে সবে এক মুঠো নীল দিবে না তুমি?? লাউ গাছের সবুজ কচি পাতার মরন ব্যাধী হলদে জ্বরা থেকে হলুদ নিয়ে খড়ের স্তুপ আকঁলাম, আর বুঝলাম লাউ গাছও মনে মনে খুব খুশী আমাকে হলুদ রং দিতে পেরে, জোনাকির কিছু আলো এনে সাদা রংয়ের কাজ চালালাম দূর্বা ঘাস থেকে সবুজ আর কৃষ্ঞচূড়া থেকে লাল নিলাম।। মনের মতো পর্যাপ্ত রং নিয়ে একটা রংচংয়া ছবি আকলাম ভীষন সুন্দর জীবন্ত ছবি, যেমনটি তুমি।।“

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.