ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের মামলার অভিযোগ গঠন আবার পিছিয়ে পুনর্নির্ধারিত তারিখে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে তারেকের আইনজীবীদের সময়ের আবেদনে ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন আগামী ৮ অগাস্ট শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।
এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পেছালো। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে তারেকের সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
সময়ের আবেদনে লন্ডনে অবস্থানরত তারেকের কৌঁসুলিরা বলেন, এ মামলা আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে করা আবেদন হাইকোর্ট খারিজ করলেও তারা এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন। তবে হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপি এখনো না পাওয়ায় সে আবেদন করা যায়নি। তাই শুনানি মুলতবি হওয়া প্রয়োজন।
এর আগে হাইকোর্টে রিভিউ আবেদনের শুনানির কারণে বিচারিক আদালতে অভিযোগ গঠন পিছিয়েছিলো।
২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় খালেদা জিয়ার ছেলে ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে এ মামলা হয়।
গত বছরের ৬ জুলাই অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম।
অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে 'নির্মাণ কনস্ট্রাকশন' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন।
গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ১৯ মে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের দিন ঠিক করে বর্তমান আদালতে মামলার কাগজপত্র পাঠিয়ে দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।