একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ২৩ জুন। আজ রোববার এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন রায় ঘোষণার এ দিন ধার্য করেন। কোকোর বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে এই মামলাটিরই প্রথম রায় ঘোষণা করা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌঁসুলি আনিসুল হক যুক্তিতর্ক শুনানি করেন। তাঁকে শুনানিকাজে সহায়তা করেন মোশারফ হোসেন ও শেখ বাহারুল ইসলাম। ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিত্সা করাতে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।