ব্লগার ভাইরা আমি একটা বিষয় প্রায়ই খেয়াল করি তা হলো কোন বিদেশি অতিথিদের সাথে দেখা করলে তিনি ওভার এক্সপ্রেশন দেন । এইটা কি ঐ অতিথির মন গলানোর জন্য না এমনিতেই ভাব নেবার জন্য । তিনি নাকি ৬৮ বার সরকারি অর্থে বিদেশ সফর করে প্রায় ১৮০ দিন বিদেশ থেকেছেন ।
Click This Link
তার এই দৌড়াদৌড়িতে কতটুকু বিদেশে বাঙলাদেশিদের কতটা উপকার হলো তা আল্লাহপাকই জানেন । তবে একটা কথা সত্য তা হলো শুধু মুখের হাসি দিয়ে কূটনীতিতে সাফল্য পাওয়া যায় না ।
আমাদের সরকার এমন একটা গবেট সরকার যারা সব নবীনদের মন্ত্রিত্ব দিয়েছে এবঙ এখন পস্তাচ্ছে । আর ভারতের পররাষ্ট্র মন্ত্রীর প্রোফাইলটা দেখুন এইখানে
http://en.wikipedia.org/wiki/S._M._Krishna
তিনি ইন্দিরা গান্ধী এবঙ রাজিব গান্ধীর সময়ে মন্ত্রী ছিলেন । অর্থাত তারা একজন অভিজ্ঞ লোককে নিয়োগ দিয়েছে যিনি মোটামুটি বার্গেনিঙ এর ক্ষমতা রাখেন । আর আমাদের দেশে দিয়ে রাখা হয়েছে একজন অনভিজ্ঞ নারীকে যার এই বিষয়ে কোন অভিজ্ঞতাই নেই । আর তার মন্ত্রণালয় পরিচালনার ফলাফল আমরা দেখছি জাপানে এবঙ নেপালে রাষ্ট্রদূতদের কেলেঙকারির মাধ্যমে ।
মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক রাজনীতি এত সহজ না যে মুখের হাসি দিয়ে সব জয় করা যায় । এখনো সময় আছে আপনার মন্ত্রিসভায় পরিবর্তন আনুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।